হোয়াটসঅ্যাপ মেসেজ মুছে দেওয়ার সময় বাড়লো

মেসেজ মুছে দেওয়ার ফিচার কাজ করার ধরন বদলে দিয়েছে হোয়াটসঅ্যাপ।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 March 2018, 04:03 PM
Updated : 12 March 2018, 04:03 PM

২০১৭ সালের অক্টোবরে ‘ডিলেট ফর এভরিওয়ান’ নামে আনা এই ফিচার ব্যবহারকারীকে কোনো মেসেজ পাঠানোর পর সাত মিনিটের মধ্যে তা মুছে ফেলার সুযোগ দিত। হোয়াটসঅ্যাপের সর্বশেষ আপডেটে এই সময়সীমা বাড়িয়ে এক ঘণ্টা আট মিনিট ১৬ সেকেন্ড করা হয়েছে, খবর প্রযুক্তি সাইট ভার্জ-এর।

এই সময়সীমা এতটা নির্দিষ্ট কেন তা এখনও স্পষ্ট নয় আর হোয়াটসঅ্যাপ-এর সাপোর্ট পেইজেও এ নিয়ে বাড়তি তথ্য দেওয়া হয়নি। তবে এর ফলে ব্যবহারকারীরা তাদের পাঠানো মেসেজ মুছে দিতে আরও বেশি সময় পাবেন।

প্রতিদ্বন্দ্বী কিছু মেসেজিং অ্যাপে গ্রাহক আর প্রেরকের ডিভাইসে জমা থাকবে না এমন গোপন আলাপের সুযোগ থাকলেও হোয়াটসঅ্যাপে এ ধরনের কোনো ফিচার নেই। 

অ্যাপস্টোরে আইওএস-এর জন্য হোয়াটসঅ্যাপ-এর নতুন এক আপডেট আনা হয়েছে। এতেও এই ফিচারের নতুন সময়সীমা রয়েছে।