ভারতে সন্ত্রাসী শনাক্ত করবে স্মার্ট গ্লাস

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক স্মার্ট গ্লাস উন্মোচন করেছে ভারতের গুরুগ্রামের স্টার্ট-আপ প্রতিষ্ঠান স্ট্যাকিউ।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 March 2018, 12:31 PM
Updated : 13 March 2018, 07:34 AM

নির্মাতা প্রতিষ্ঠানটির দাবি জনগণের মধ্য থেকে সম্ভাব্য সন্ত্রাসীকে শনাক্ত করতে পারবে এই স্মার্ট গ্লাস-খবর ভারতীয় সংবাদমাধ্যম আইএএনএস-এর।

“বচনভঙ্গি এবং মুখ শণাক্তকরণের মাধ্যমে আশপাশের যেকোনো সম্ভাব্য হুমকি শনাক্ত করবে স্মার্ট গ্লাস-এর এআই এবং আইন প্রয়োগকারী সংস্থাকে এ বিষয়ে সতর্ক করা হবে,” বলেন স্ট্যাকিউ-এর সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী আতুল রাই।

একটি বিল্ট-ইন ক্যামেরা রয়েছে স্মার্ট গ্লাসটিতে। এর থেকে ছবি ধারণ করে মুখ শণাক্তকরণের কাজ করে এআই। ডেটাবেইসের সঙ্গে কোনো সন্দেহভাজন ব্যক্তির মুখ মিললে গ্লাসের পর্দায় তার তথ্য দেখানো হবে।

রাই বলেন, “আমরা আশাবাদী যে হুমকির আশঙ্কা বৃদ্ধি এবং নিরাপত্তার দরকারে বেশির ভাগ গ্রাহক এবং নিরাপত্তা প্রতিষ্ঠান এই পণ্যটি কিনবে।”

সম্প্রতি একই ধরনের স্মার্ট গ্লাসের পরীক্ষা শুরু করেছে চীনা পুলিশ।

এর আগে এবিএইচইডি নামে একটি অ্যাপ উন্মোচন করেছে স্ট্যাকিউ। রাজস্থান পুলিশকে সন্ত্রাসীর তথ্য মজুদ এবং শণাক্তরণে সহায়তা করতেই অ্যাপটি চালু করা হয়। প্রথম তিন মাসে দেড় হাজারের বেশি সন্ত্রাসীর তথ্য নেওয়া হয়েছে অ্যাপটিতে।