এমএফআই প্রকল্পের লোগো বদলাচ্ছে অ্যাপল

এমএফআই প্রকল্পের লোগো পরিবর্তন করতে যাচ্ছে অ্যাপল। নতুন তিনটি নকশা নিয়ে কাজ করতে উৎপাদনকারীদের ৯০ দিন সময় দিয়েছে প্রতিষ্ঠানটি।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 March 2018, 04:53 PM
Updated : 11 March 2018, 04:53 PM

২০০৫ সালে এমএফআই প্রকল্প চালু করে মার্কিন ওয়েব জায়ান্ট প্রতিষ্ঠানটি। তৃতীয় পক্ষের উৎপাদনকারীর জন্য অ্যাপলের লাইসেন্সিং পদ্ধতি এটি। তাদের যন্ত্রাংশ অ্যাপলের বিভিন্ন পণ্যের সঙ্গে কাজ করবে তারই স্বীকৃতি দেয় এই লাইসেন্স, বলা হয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ-এর প্রতিবেদনে।

এই স্বীকৃতি পেতে পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয় তৃতীয় পক্ষের পণ্যগুলোকে। এরপরই এমএফআই লোগো ব্যবহার করতে পারে প্রতিষ্ঠানগুলো। তাদের পণ্য যে আইপড, আইফোন এবং আইপ্যাডের সঙ্গে কাজ করে সেটিও বিজ্ঞাপনে জানাতে পারে প্রতিষ্ঠানগুলো।

আইএমএফ পূর্ণরূপ হলো ‘মেইড ফর আইফোন, আইপ্যাড,  আইপড’। এর বাংলা অর্থ দাঁড়ায় ‘আইফোন, আইপ্যাড বা আইপড-এর জন্য বানানো’।

এর আগে এক লোগোতেই আইফোন, আইপড ও আইপ্যাডের সনদ দেওয়া হতো। এবার তিনটি নতুন লোগো নকশা করেছে অ্যাপল। পূর্বে এতে আইফোন, আইপড এবং আইপ্যাডের ছোট প্রতিকৃতি ছিল এতে। এবার তা বাদ দিয়ে অ্যাপলের লোগো ব্যবহার করা হয়েছে।