গুগল ম্যাপস-এ এলো মারিও

গুগল ম্যাপস-এ ‘মারিও কার্ট’ যোগ করেছে মার্কিন ওয়েব জায়ান্ট প্রতিষ্ঠান গুগল।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 March 2018, 11:52 AM
Updated : 11 March 2018, 11:52 AM

ম্যাপের নেভিগেশন আরও মজাদার করতে ফিচারটি যোগ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এই ফিচারের কারণে নেভিগেশনের তীর চিহ্নের পরিবর্তে মারিও কার্ট ব্যবহার করতে পারবেন গ্রাহক, বলা হয়েছে ভারতীয় সংবাদমাধ্যম আইএএনএস-এর প্রতিবেদনে।

গুগল ম্যাপস-এর ইউজার এক্সপেরিয়েন্স প্রকৌশলী মুনিশ দাবাস বলেন, তারা গেইম নির্মাতা জাপানি প্রতিষ্ঠান নিনটেন্ডো’র সঙ্গে একত্রিত হয়েছে যাতে “এই সপ্তাহে গুগল ম্যাপস-এ আপনার ড্রাইভিং অ্যাডভেঞ্চারে মারিও সঙ্গে থাকে।”

ভিডিও গেইমের সবচেয়ে জনপ্রিয় চরিত্রগুলোর একটি হলো ১৯৯০ সালের মারিও। প্রতি বছরের ১০ মার্চ ‘মার১০ ডে’ হিসেবে উদযাপন করা হয়। এবার এই উদযাপনে অংশ নিতেই গুগল ম্যাপস-এ মারিওকে আনা হয়েছে।

ফিচারটি পেতে গুগল প্লে বা অ্যাপ স্টোর থেকে ম্যাপ আপডেট করতে হবে গ্রাহককে। পরে ম্যাপের নীচে ডান দিকে একটি হলুদ “?” চিহ্ন দেখতে পাবেন গ্রাহক। এতে চাপলে মারিও টাইম পপআপ আসবে।

একবার এটি অ্যাক্টিভেট করলে গুগল ম্যাপস-এর প্রথাগত তীর চিহ্নের পরিবর্তে সেখানে দেখা যাবে মারিও কার্ট।