আসছে গ্যালাক্সি এস৯, এস৯ প্লাসের ‘মাইক্রোসফট এডিশন’

নতুন আসা স্যামসাং গ্যালাক্সি এস৯ আর এস৯ প্লাস- বিশেষায়িত একটি সংস্করণ বিক্রি শুরু করেছে মাইক্রোসফট।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 March 2018, 05:19 PM
Updated : 10 March 2018, 05:19 PM

‘মাইক্রোসফট এডিশন’ এই স্মার্টফোনগুলোতে ব্যবহারকারীরা স্মার্টফোন সেটিংয়ের পর এক্সেল, স্কাইপ, কর্টানা, ওয়াননোট আর পাওয়ারপয়েন্ট- এর মতো অ্যাপগুলো ব্যবহার করতে পারবেন।

শুক্রবার এ নিয়ে প্রযুক্তি সাইট ডিজিটাল ট্রেন্ডস- এর প্রতিবেদনে বলা হয়, “প্রথম নজরে ফোনগুলো দেখতে মূল সংস্করণের মতোই লাগে আর হার্ডওয়্যারও ঠিক একই।” তবে স্মার্টফোনগুলোতে মাইক্রোসফটের অ্যাপগুলো আগে থেকে ইনস্টল করা থাকবে না বলে উল্লেখ করা হয়েছে আইএএনএস- এর প্রতিবেদনে।

১৬ মার্চ থেকে আগ্রহী ক্রেতারা এই স্মার্টফোনগুলোর প্রি-অর্ডার করতে পারবেন। এই ডিভাইসগুলোর সংখ্যা সীমিত হবে মাইক্রোসফটের পক্ষ থেকে জানানো হয়েছে।