গাড়ির ছাদে ড্রোন বসাবে ফোর্ড!

ড্রোনকে সেন্সর হিসেবে ব্যবহার করতে নতুন পেটেন্ট করেছে গাড়ি নির্মাতা মার্কিন প্রতিষ্ঠান ফোর্ড।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 March 2018, 09:07 AM
Updated : 10 March 2018, 09:07 AM

জরুরী মুহুর্তে গাড়ির কোনো সেন্সর অকেজো হলে ওই সেন্সরের বিকল্প হিসেবে কাজ করবে ড্রোন, বলা হয়েছে প্রযুক্তি সাইট সিনেট-এর প্রতিবেদনে।

পেটেন্ট নথিতে বলা হয়, গাড়ি কোনো একটি সেন্সরের ত্রুটি বের করবে এবং ভেইকল-টু-ভেইকল নেটওয়ার্কের মাধ্যমে এই ড্রোনগুলোর একটির সঙ্গে যোগাযোগ করবে। তখন ড্রোনটি গাড়ি অবস্থান বের করে সেখানে যাবে এবং গাড়ির ছাদে বসবে।

গাড়ির ছাদ থেকে অকেজো সেন্সরের বিকল্প হিসেবে কাজ করবে ড্রোনটি। আর গাড়িকে নিকটবর্তী মেরামত কেন্দ্রের দিক নির্দেশনা দেবে, যেখানে গাড়ি পুরোপুরিভাবে সারানো হবে।

স্বচালিত নাকি সাধারণ গাড়ির জন্য এই ড্রোন প্রযুক্তি ব্যবহার করা হবে তা নিশ্চিত করে বলা হয়নি। আর পেটেন্ট করা এই প্রযুক্তির বাস্তব প্রতিফলন শিগগিরই দেখা যাবে কিনা তাও নিশ্চিত নয়।

তাত্ত্বিকভাবে এই প্রযুক্তি দারুণ মনে হলেও এর বাস্তব প্রয়োগে কিছু সমস্যা রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সাধারণ ড্রোনের দাম এখনও সস্তা নয়। সেখানে এ ধরনের প্রযুক্তিসহ ড্রোনের মূল্য আরও বেশি হবে।

এর পাশাপাশি এখনও অনেক এলাকায় ড্রোন উড্ডয়নের অনুমোদন নেই।