মাস্কের মালিকানায় টুইটারের মডারেশন ব্যবস্থা ব্যপক হারে কমে এসেছে। সমালোচকরা বলছেন, এর ফলে গুজব ছড়ানোর মাত্রাও বেড়ে গেছে।
সম্ভাব্য চুক্তি অনুসারে ওমাবা আর তার স্ত্রী মিশেল নেটফ্লিক্স-এর জন্য বিশেষ কনটেন্ট সরবরাহ করবেন। এসব কনটেন্টে বিভিন্ন উৎসাহমূলক কাহিনী প্রচারে নজর দেওয়া হবে- এই আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বরাতে দৈনিকটির প্রতিবেদনে এ কথা বলা হয়।
দৈনিকটি জানায়, এই অনুষ্ঠানের ধারণাগুলোর মধ্যে ওবামার সঞ্চালনায় স্বাস্থ্য সচেতনতা, অভিবাসী আর জলবায়ু পরিবর্তনের মতো বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে।
এ ছাড়াও কিছু অনুষ্ঠানে সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামা হয়তো তার হোয়াইট হাউস থাকাকালীন পুষ্টি বা তার সাফল্য পাওয়া কোনো বিষয় নিয়ে আলোচনা করবেন বলে মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি’র প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এই অনুষ্ঠানগুলো ওবামা বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর প্রতি জবাব দেওয়ার উদ্দেশ্যে ব্যবহার করবেন না বলে জানিয়েছে টাইমস।