১০০ প্রকৌশলী ছাঁটাই করছে স্ন্যাপ

প্রায় শ’খানেক প্রকৌশলী ছাঁটাই করছে ভিডিও চ্যাটিং সেবা স্ন্যাপচ্যাট-এর মূল প্রতিষ্ঠান স্ন্যাপ।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 March 2018, 07:57 PM
Updated : 8 March 2018, 07:57 PM

মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি’র প্রতিবেদনে বলা হয়, প্রকৌশলী দলের প্রায় ১০ শতাংশ ছাঁটাই করবে প্রতিষ্ঠানটি। বাস্তবায়িত হলে এটি হবে প্রতিষ্ঠানের সবচেয়ে বড় ছাঁটাইয়ের ঘটনা।

সাম্প্রতিক সময়ে বেশ কয়েকবার কর্মী ছাঁটাই করেছে স্ন্যাপ। এর আগে বিপণন, নিয়োগ এবং কনটেন্ট বিভাগ থেকে কর্মী ছাঁটাই করা হয়। কিন্তু এবারই প্রথম প্রকৌশল বিভাগের কর্মীদের সরাচ্ছে প্রতিষ্ঠানটি।

আগের মাসে প্লাটফর্মে নতুন ডিজাইন এনেছে স্ন্যাপচ্যাট। এতে প্রকাশকের কনটেন্ট ও বন্ধুর পোস্ট করা কনটেন্ট আলাদা করা হয়েছে। এর আগে নতুন ডিজাইন নিয়ে অনেক সমালোচনা করেছেন গ্রাহক।

ডিসেম্বর প্রান্তিক এবং প্রতিষ্ঠানের প্রথম বার্ষিক প্রতিবেদনে স্ন্যাপ জানায় তিন হাজার কর্মী রয়েছে তাদের এবং “ভবিষ্যতের জন্য কর্মী সংখ্যা বাড়ানো হবে।” কিন্তু উল্টো কর্মী সংখ্যা কমাচ্ছে তারা।

এ বিষয়ে জানতে স্ন্যাপ-এর সঙ্গে যোগাযোগ করা হলে প্রতিষ্ঠানের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।