বিক্রি হচ্ছে বিশ্বের প্রথম উডুক্কু গাড়ি

বিক্রি শুরু হয়েছে বিশ্বের প্রথম উডুক্কু গাড়ির। সুইজারল্যান্ডের জেনেভা ইন্টারন্যাশনাল মোটর শো-তে এই গাড়িটি উন্মোচন করেছে ডাচ প্রতিষ্ঠান পাল-ভি।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 March 2018, 04:43 PM
Updated : 8 March 2018, 04:43 PM

মঙ্গলবার উডুক্কু গাড়িটির সবচেয়ে নতুন উৎপাদন মডেলই উন্মোচন করা হয়। প্রতিষ্ঠানের ওয়েবসাইটে ইতোমধ্যে গাড়িটির প্রি-অর্ডার শুরু করেছে পাল-ভি, বলা হয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি’র প্রতিবেদনে।

সর্বশেষ নিরাপত্তা সনদ পাওয়ার পর ২০১৯ সালে গাড়িটির প্রথম সরবরাহ দেওয়া হবে বলে জানানো হয়েছে।

নির্মাতা প্রতিষ্ঠানটির দাবি দুইজন যাত্রীবাহী এই উডুক্কু যানটি রাস্তায় প্রতি ঘন্টায় ১০০ মাইল বেগে চলতে পারবে। আর ঘন্টায় ১১২ মাইল বেগে উড়তে পারবে এটি। 

সর্বোচ্চ ১১ হাজার ফুট উচ্চতায় উঠবে গাড়িটি। আর একবারে ৩৫০ মাইল পর্যন্ত চলবে পাল-ভি’র এই উডুক্কু যানটি।

গাড়িটি রাস্তা থেকে আকাশে নেওয়া সহজ নয়। তবে, পাল-ভি’র দাবি ১০ মিনিটের কম সময়ে এটি করা সম্ভব।

প্রথমে সীমিত পরিমাণে এই উডুক্কু যানটি বিক্রি করবে প্রতিষ্ঠানটি। এই মডেলের শুধু ৯০টি গাড়ি বিক্রি করা হবে। এগুলোর দাম পড়বে ৪৯৯০০০ ইউরো বা ৬২১৫০০ মার্কিন ডলার। পরবর্তী এটির ‘লিবার্টি স্পোর্ট এডিশন’ বিক্রি করবে পাল-ভি। এই মডেলের গাড়িগুলোর দাম বলা হয়েছে ২৯৯০০০ ইউরো।

ইতোমধ্যে মার্কিন এবং ইউরোপিয়ান নিরাপত্তা আইনে ওড়ার অনুমতি পেয়েছে যানটি। তবে, এক্ষেত্রে পাইলট লাইসেন্স থাকতে হবে মালিকের। আর আকাশে ওড়া এবং নামার জন্য ছোট একটি রানওয়েও থাকতে হবে মালিকের।