২০১৭ সালে বিশ্ব সেরা ধনী বেজোস

প্রথমবারের মতো ফোর্বস-এর অ্যানুয়াল ওয়ার্ল্ড বিলিওনার লিস্ট-এ শীর্ষ স্থান দখল করেছেন মার্কিন ই-কমার্স জায়ান্ট অ্যামাজন প্রধান নির্বাহী জেফ বেজোস।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 March 2018, 05:37 PM
Updated : 8 March 2018, 12:31 PM

মঙ্গলবার মার্কিন সাময়িকীটির এই তালিকা প্রকাশ করা হয়। 

মার্কিন এই ধনকুবেরের সম্পদের পরিমাণ এক বছরে বেড়েছে ১১২০০ কোটি ডলার। এক বছরে ইতিহাসের সর্বোচ্চ এই বৃদ্ধি দিয়ে প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফট-এর সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস-কে শীর্ষস্থান থেকে সরিয়ে দিয়েছেন বেজোস। শেষ ২৪ বছরের ১৮ বছরই এই তালিকায় শীর্ষে থাকা গেটস-এর বর্তমান সম্পদের পরিমাণ নয় হাজার কোটি ডলার। আর ৮৪০০ কোটি ডলার নিয়ে তালিকার তৃতীয় অবস্থানে আছেন বিনিয়োগ প্রতিষ্ঠান বার্কশায়ার হ্যাথঅ্যাওয়ে’র প্রধান ওয়ারেন বাফেট।

এই তালিকায় মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প-এর অবনমন হয়েছে। ৫৪৪ নাম্বার অবস্থান থেকে ৭৬৬-তে চলা আসা ট্রাম্প-এর বর্তমান সম্পদের পরিমাণ ৩১০ কোটি ডলার।

ফোর্বস-এর এই তালিকায় ২২০০ জনেরও বেশি ধনকুবের জায়গা পেয়েছেন। তাদের মোট সম্পদের পরিমাণ ৯.১ ট্রিলিওন ডলার বলে উল্লেখ করা হয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি’র প্রতিবেদনে।

এ বছর তালিকায় নতুন যুক্ত হয়েছেন ২৫৯ জন। মোট নারীর সংখ্যা বেড়ে হয়েছে ২৫৬,  এর আগের বছর অংকটা ছিল ২২৭।

নারীদের দিক থেকে ওয়ালমার্ট প্রতিষ্ঠাতা স্যাম ওয়ালটন-এর কন্যা অ্যালিস ওয়ালটন রয়েছেন শীর্ষে, তার সম্পদের পরিমাণ ৪৬০০ কোটি ডলার।

তালিকায় মার্কিন যুক্তরাষ্ট্র থেকেই সবচেয়ে বেশি ধনীর নাম এসেছে, ৫৮৫ জন। চীন, হংকং, ম্যাকাও আর তাইওয়ান- বৃহত্তর চীন থেকে রয়েছেন ৪৭৬ জন, জার্মানি থেকে ১২৩ জন, ভারত থেকে ১১৯ জন, রাশিয়া থেকে ১০২। যুক্তরাষ্ট্র আর চীন বাদ দিলে অন্য যে কোনো দেশের তুলনায় ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য থেকে বেশি ধনীর নাম এই তালিকায় জায়গা পেয়েছে, ১৪৪ জন।

বিশ্বসেরা ১০ ধনীর তালিকা-

১. অ্যামাজন প্রধান জেফ বেজোস- ১১২০০ কোটি ডলার

২. মাইক্রোসফট সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস- ৯০০০ কোটি ডলার

৩. বার্কশায়ার হ্যাথঅ্যাওয়ে প্রধান ওয়ারেন বাফেট- ৮৪০০ কোটি ডলার

৪. এলভিএমএইচ প্রধান বার্নার্ড আর্নল্ট ও তার পরিবার- ৭২০০ কোটি ডলার

৫. ফেইসবুক প্রধান মার্ক জাকারবার্গ- ৭১০০ কোটি ডলার

৬. জারা সহ-প্রতিষ্ঠাতা অ্যামানসিও ওরটেগা- ৭০০০ কোটি ডলার

৭. টেলম্যাক্স প্রধান কার্লোস স্লিম হেলু আর তার পরিবার- ৬৭১০ কোটি ডলার

৮. কোচ ইন্ডাস্ট্রিজ-এর চার্লস কোচ- ৬০০০ কোটি ডলার

৯. কোচ ইন্ডাস্ট্রিজ-এর ভাইস প্রেসিডেন্ট ডেভিড কোচ- ৬০০০ কোটি ডলার

১০. ওরাকল চেয়ারম্যান ল্যারি এলিসন- ৫৮৫০ কোটি ডলার