স্বচালিত ট্রাকে কার্গো সেবা শুরু করেছে উবার

অ্যারিজনার মহাসড়কে স্বচালিত ট্রাকে কার্গো সেবা চালু করেছে উবার।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 March 2018, 08:38 AM
Updated : 7 March 2018, 08:38 AM

মঙ্গলবার অ্যাপভিত্তিক গাড়ি সেবাদাতা প্রতিষ্ঠানটি জানায়, দেশ জুড়ে স্বয়ংক্রিয় যান দিয়ে সেবা দেওয়ার লক্ষ্যে ট্রাক চালকদের সঙ্গে কাজ করছে তারা। এদিন ইউটিউবে একটি ভিডিও ক্লিপও পোস্ট করেছে উবার।

ভিডিওতে বলা হয়, তারা ম্যানুয়াল ট্রাককে স্বচালিত ট্রাকের সঙ্গে একত্রিত করবে। প্রথমে ছোট দূরত্ব এবং পরবর্তীতে বেশি দূরত্বে সেবা দেওয়ার পরিকল্পনা রয়েছে উবারের, বলা হয়েছে রয়টার্স-এর প্রতিবেদনে।

‘উবার ফ্রেইট’ নামের একটি ‘শিপিং-অন-ডিমান্ড’ অ্যাপের মাধ্যমে এই স্বচালিত ট্রাকগুলো পরিচালনা করছে উবার। ভিডিওতে বলা হয়, “স্বচালিত ট্রাকগুলোতে হাতের কাজ দরকার হবে যা শুধু ট্রাক চালকরা করতে পারেন।”

২০১৬ সালের অক্টোবরে প্রথমবারের মতো স্বচালিত ট্রাকের বাণিজ্যিক ব্যবহার প্রদর্শন করে উবার। সেসময় মহাসড়কে ১২০ মাইল রাস্তা পাড়ি দিয়ে বাডওয়াইজার বিয়ার ক্যান সরবরাহ করেছিল প্রতিষ্ঠানের ট্রাক।

২০১৬ সালে স্বচালিত গাড়ির প্রযুক্তি প্রতিষ্ঠান ‘ওটো’ অধিগ্রহণের মাধ্যমে স্বচালিত ট্রাকের দিকে নজর দেয় উবার। পরবর্তীতে গুগলের স্বচালিত গাড়ির প্রতিষ্ঠান ওয়েইমো’র সঙ্গে আইনী লড়াইয়ে জড়ায় প্রতিষ্ঠানটি।