সর্ববৃহৎ স্যাটেলাইট পাঠালো স্পেসএক্স
প্রযুক্তি ডেস্ক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 07 Mar 2018 12:54 AM BdST Updated: 07 Mar 2018 12:54 AM BdST
-
ছবি- স্পেসএক্স
নিজের ইতিহাসে সবচেয়ে বড় স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে মহাকাশযান নির্মাতা মার্কিন প্রতিষ্ঠানটি।
নতুন এই স্যাটেলাইটটির আকার বলা হয়েছে একটি বাসের সমান। স্যাটেলাইটটির জন্য ফ্যালকন ৯ উৎক্ষেপণ করেছে স্পেসএক্স, বলা হয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি’র প্রতিবেদনে। এটি ছিল ফ্যালকন ৯-এর ৫০ তম উৎক্ষেপণ।
৩০ডাব্লিউ-৬ নামের স্যাটেলাইটটি তৈরি করেছে স্প্যানিশ প্রতিষ্ঠান হিসপাস্যাট। ফ্লোরিডা’র কেপ কেনাভেরাল এয়ারফোর্স স্টেশন-এর কমপ্লেক্স ৪০ থেকে এটি উৎক্ষেপণ করা হয়।
সাধারণত স্যাটেলাইট কক্ষপথে পাঠানোর পর রকেটটি পুনরায় ভূমিতে ফিরিয়ে আনে স্পেসএক্স, যাতে পরবর্তীতে রকেটটি আবার ব্যবহার করা যায়। কিন্তু এবারে সে চেষ্টা করেনি ইলন মাস্কের এই প্রতিষ্ঠানটি। স্পেসএক্স জানায় “প্রতিকূল আবহাওয়ার” কারণে এবার সে চেষ্টা করা হয়নি।
মাস্ক বলেন, “হিসপাস্যাট স্যাটেলাইটটি আমাদের ওড়ানো সবচেয়ে বড় জিওস্টেশনারি স্যাটেলাইট।”
পৃথিবীকে আবর্তন করে ঘুরতে থাকে এই ধরনের স্যাটেলাইটগুলো। পৃথিবীর চারদিকে একবার ঘুরতে একদিন সময় লাগে এই স্যাটেলাইটের। এ ধরনের স্যাটেলাইট সাধারণত টিভি বা স্যাটেলাইট নেভিগেশন ব্যবস্থার মতো যোগাযোগের কাজে ব্যবহৃত হয়।
স্পেসএক্স জানায়, এই স্যাটেলাইটের মাধ্যমে স্প্যানিশ প্রতিষ্ঠানটি ইউরোপ এবং উত্তর-পশ্চিম আফ্রিকায় ব্রডব্যান্ড সেবার পরিধি বাড়াতে পারবে।
-
শেষ হলো চতুর্দশ বিডিনগ সম্মেলন ও কর্মশালা
-
স্মার্টওয়াচে ‘ফ্যাক্টরি রিসেট’ করবেন যেভাবে
-
চাকরির সাক্ষাৎকারে প্রতারণার কৌশল ‘ডিপফেইক’
-
আসছে ‘রাসবেরি পাই পিকো’র ওয়াই-ফাই সংস্করণ
-
মরণোত্তর ‘মেডাল অফ ফ্রিডম’ পাচ্ছেন স্টিভ জবস
-
ফেইসবুক পাসওয়ার্ড চুরি করছে ‘মেসেঞ্জার চ্যাটবট’
-
জুলাইয়ে আসবে হেলো ইনফিনিট-এর ‘কো-অপ মোড’
-
মামলা নিষ্পত্তিতে অ্যাপ নির্মাতাদের জরিমানা দেবে গুগল
সর্বাধিক পঠিত
- বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতার পর ম্যাচ পরিত্যক্ত
- নতুন চেহারার উইন্ডিজের সামনে আত্ম অনুসন্ধানী বাংলাদেশ
- ওভারে ৩৫ রান দিয়ে ব্রডের বিশ্ব রেকর্ড
- টিভি সূচি (শনিবার, ০২ জুলাই ২০২২)
- দোরাইস্বামী যাচ্ছেন, আসছেন সুধাকর
- মুকুল বোস মারা গেছেন
- দ্রুততম সেঞ্চুরিতে ধোনির রেকর্ড ভাঙলেন পান্ত
- অসুস্থ ছিলাম, দলের কেউ খোঁজ নেয়নি: রওশন
- শিক্ষক হত্যা: জিতুর ‘বান্ধবী’ও বহিষ্কৃত, স্কুল খুললেও উপস্থিতি কম
- নড়াইলে শিক্ষার্থীদের মোবাইল ব্যবহার নিষিদ্ধ