নতুন ম্যাকবুকে থাকবে না বোতামওয়ালা কিবোর্ড!

চলতি বছর নতুন ম্যাকবুক উন্মোচনের কথা রয়েছে অ্যাপলের। এবার ম্যাকবুক থেকে বাদ দেওয়া হতে পারে প্রচলিত কিবোর্ড, এমনটাই ইঙ্গিত পাওয়া গেছে প্রতিষ্ঠানের নতুন পেটেন্টে।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Feb 2018, 11:08 AM
Updated : 28 Feb 2018, 11:08 AM

পুরোপুরি ওলেড পর্দার কিবোর্ডের জন্য পেটেন্ট করেছে অ্যাপল। আনুষ্ঠানিকভাবে “উন্নত দৃশ্যায়ন এবং কম প্রতিবিম্বের দুই পর্দার ডিভাইসের জন্য” এই পেটেন্ট করেছে মার্কিন প্রযুক্তি জায়ান্ট প্রতিষ্ঠানটি।

পেটেন্টে দুইটি পণ্যের কথাও জানিয়েছে অ্যাপল। ধারণা করা হচ্ছে এর মধ্যে একটি হচ্ছে ম্যাকবুক। এতে বলা হয়েছে একটি ডিভাইসে দুইটি পৃথক পর্দা থাকবে যা কব্জা দিয়ে সংযুক্ত থাকবে। আর অন্য ‘কিবোর্ড-স্ক্রিন’ ডিভাইসটি হবে আলাদা অ্যাকসেসোরি, বলা হয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ-এর প্রতিবেদনে।

অন্যান্য ল্যাপটপ প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলো এখন টাচস্ক্রিনের দিকে নজর দিয়েছে। কিন্তু এখন পর্যন্ত কোনো ম্যাকবুকে টাচস্ক্রিন দেখা যায়নি। সর্বশেষ ম্যাকবুকে কিবোর্ডের ওপরে ফাংশন কী-এর পরিবর্তে ওলেড টাচবার যুক্ত করেছে প্রতিষ্ঠানটি। এবার পুরো কিবোর্ড জুড়েই দেখা যেতে পারে ওলেড পর্দা।

পর্দায় পোলারাইজার ব্যবহারের কথাও পেটেন্টে জানিয়েছে অ্যাপল। ফলে পর্দা দুইটি একে অপরের ওপর কম প্রতিবিম্ব তৈরি করবে।