নতুন ম্যাকবুকে থাকবে না বোতামওয়ালা কিবোর্ড!
প্রযুক্তি ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Feb 2018 05:08 PM BdST Updated: 28 Feb 2018 05:08 PM BdST
-
ছবি- অ্যাপল
চলতি বছর নতুন ম্যাকবুক উন্মোচনের কথা রয়েছে অ্যাপলের। এবার ম্যাকবুক থেকে বাদ দেওয়া হতে পারে প্রচলিত কিবোর্ড, এমনটাই ইঙ্গিত পাওয়া গেছে প্রতিষ্ঠানের নতুন পেটেন্টে।
পুরোপুরি ওলেড পর্দার কিবোর্ডের জন্য পেটেন্ট করেছে অ্যাপল। আনুষ্ঠানিকভাবে “উন্নত দৃশ্যায়ন এবং কম প্রতিবিম্বের দুই পর্দার ডিভাইসের জন্য” এই পেটেন্ট করেছে মার্কিন প্রযুক্তি জায়ান্ট প্রতিষ্ঠানটি।
পেটেন্টে দুইটি পণ্যের কথাও জানিয়েছে অ্যাপল। ধারণা করা হচ্ছে এর মধ্যে একটি হচ্ছে ম্যাকবুক। এতে বলা হয়েছে একটি ডিভাইসে দুইটি পৃথক পর্দা থাকবে যা কব্জা দিয়ে সংযুক্ত থাকবে। আর অন্য ‘কিবোর্ড-স্ক্রিন’ ডিভাইসটি হবে আলাদা অ্যাকসেসোরি, বলা হয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ-এর প্রতিবেদনে।
অন্যান্য ল্যাপটপ প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলো এখন টাচস্ক্রিনের দিকে নজর দিয়েছে। কিন্তু এখন পর্যন্ত কোনো ম্যাকবুকে টাচস্ক্রিন দেখা যায়নি। সর্বশেষ ম্যাকবুকে কিবোর্ডের ওপরে ফাংশন কী-এর পরিবর্তে ওলেড টাচবার যুক্ত করেছে প্রতিষ্ঠানটি। এবার পুরো কিবোর্ড জুড়েই দেখা যেতে পারে ওলেড পর্দা।
পর্দায় পোলারাইজার ব্যবহারের কথাও পেটেন্টে জানিয়েছে অ্যাপল। ফলে পর্দা দুইটি একে অপরের ওপর কম প্রতিবিম্ব তৈরি করবে।
-
নভেম্বরে বন্ধ হচ্ছে গুগল হ্যাংআউটস
-
‘এম২’ থাকবে অ্যাপলের মিক্সড রিয়ালিটি হেডসেটে?
-
২০৩০ সাল পর্যন্ত বার্সেলোনায় মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস
-
জমিয়ে রাখা বিটকয়েন বেচে দিচ্ছেন মাইনাররা
-
মাস্কের হুমকিতে হিতে বিপরীত, ঠাঁই নাই টেসলায়
-
কর্মীদের কল্যাণের যে মন্ত্র অ্যাপলের পাঁচশ কোটি ডলারের অফিসে
-
বাংলাদেশে চরমপন্থা ঠেকাতে স্থানীয় বিশেষজ্ঞ নিয়োগ ফেইসবুকের
-
‘ফেইসবুক ওয়াচ’ আর কাজ করবে না অ্যাপল টিভিতে?
সর্বাধিক পঠিত
- হজে গিয়ে গ্রেপ্তার: ‘বোমায় হাত হারিয়ে ডাকাতি ছেড়ে আন্তর্জাতিক ভিক্ষুক’
- যুক্তরাষ্ট্রে মেক্সিকো সীমান্তে ট্রাকের ভেতরে ৪৬ লাশ
- শারীরিক সম্পর্কও যখন ক্লান্তিকর
- হজে গিয়ে ভিক্ষা, বাংলাদেশি গ্রেপ্তার
- সাঁতরে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা বললেন তরুণী?
- রাষ্ট্রপতির ছেলের গাড়িচালককে মারধর: জগন্নাথ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা
- বাইক বন্ধের পর টোল আদায় কমেছে পদ্মা সেতুতে
- বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের টোল ১ জুলাই থেকে
- পদ্মা সেতুর নাট খোলা বাইজীদের বাড়িতে হামলা
- ফেইসবুকে বাঙালি শিক্ষার্থী, বেতন পৌনে ২ কোটি রুপি