ফ্যাশন শো-তে মডেলের পরিবর্তে ড্রোন

ফ্যাশন শো-তে মডেলের পরিবর্তে ড্রোন ব্যবহার করেছে বিলাসবহুল ইতালিয়ান ফ্যাশন ব্র্যান্ড ডলচে অ্যান্ড গ্যাবানা।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Feb 2018, 05:36 PM
Updated : 27 Feb 2018, 05:36 PM

রোববার মিলানে অনুষ্ঠিত এক ফ্যাশন শো-তে হ্যান্ডব্যাগ নিয়ে রানওয়েতে উড়ে আসে এক ঝাঁক ড্রোন। ২০১৮ সালেই আমরা যে ভবিষ্যতে রয়েছি তারই ইঙ্গিত পাওয়া গেছে এই ড্রোন ফ্যাশন শো’র মাধ্যমে, বলা হয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ-এর প্রতিবেদনে।

শো শুরু হওয়ার আগে দর্শকদের ফোনে ওয়াইফাই এবং ব্যক্তিগত হটস্পট বন্ধ করতে বলেন আয়োজকরা। অনুষ্ঠানটিও শুরু হয়েছে ৪৫ মিনিট দেরিতে। পরবর্তীতে এর কারণ স্পষ্ট বোঝা গেছে।

এই ফ্যাশন শো-তে সাতটি বা তার বেশি ড্রোন ব্যবহার করেছে ডলচে অ্যান্ড গ্যাবানা। প্রতিটি ড্রোনে ছিল প্রতিষ্ঠানের ফল উইন্টার ২০১৮/১৯ কালেকশনের একটি করে চামড়ার হ্যান্ডব্যাগ।

প্রযুক্তির ব্যবহার মানুষের চাকুরির সংখ্যা কমাচ্ছে এমন সমালোচনা চলে আসছে বেশ কিছুদিন ধরেই। এবার ফ্যাশন শো-তেও ড্রোনের ব্যবহারে তার প্রমাণ মিললো। কিন্তু এই চিন্তাধারাকে পুরোপুরি বাস্তবায়িত হতে দেয়নি ডলচে অ্যান্ড গ্যাবানা। ড্রোনের পর্ব শেষে প্রতিষ্ঠান কাপড় দেখাতে মঞ্চে আসেন মানব মডেল।