পৃথিবীতে ‘ফিরতেও পারে’ টেসলা গাড়িটি!

মহাকাশে বিচরণ শেষে আবার পৃথিবীর বুকে আঘাত হানার ‘ক্ষীণ শঙ্কা’ দেখা দিয়েছে টেসলা রোডস্টার গাড়িটির।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Feb 2018, 03:42 PM
Updated : 24 Feb 2018, 03:42 PM

চলতি বছরের ৬ ফেব্রুয়ারি মহাকাশযান নির্মাতা মার্কিন প্রতিষ্ঠান স্পেসএক্স-এর ফ্যালকন হেভি রকেটে করে মহাকাশে পাঠানো হয় লাল রংয়ের রোডস্টার। বর্তমানে পৃথিবী থেকে ৩০ লাখ মাইল দূরে কক্ষপথে সূর্যের চারদিকে প্রদক্ষিণ করছে গাড়িটি।

প্রাথমিকভাবে গাড়িটি মঙ্গল গ্রহের সঙ্গে সংঘর্ষের পরিকল্পনা ছিল স্পেসএক্স-এর। কিন্তু ওই পরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে না। বিজ্ঞানীদের সর্বশেষ হিসাব ঠিক হলে লাল গ্রহটিকে পার করে যাবে গাড়িটি-- খবর সিএনবিসি’র।

অন্যদিকে ইউনিভার্সিটি অফ টরোন্টো’র বিজ্ঞানীরা হিসাব করেছেন যে, সামনের ১০ লাখ বছরে গাড়িটি আবার পৃথিবীতে আঘাত করার সম্ভাবনা ছয় শতাংশ।

ইতোমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় উচ্চ ক্ষমতার টেলিস্কোপ দিয়ে মহাকাশে টেসলা গাড়িটি দেখতে পেয়েছেন নক্ষত্রবিজ্ঞানীরা।

৬ ফেব্রুয়ারি প্রতিষ্ঠানের সবচেয়ে শক্তিশালী রকেট ফ্যালকন হেভি’র প্রথম ফ্লাইট সফলভাবে শেষ করেছে স্পেসএক্স। কোনো রকেটের প্রথম উৎক্ষেপণে কংক্রিট বা লোহার মতো ভারী বস্তু দিয়ে বাস্তব কার্গো পরীক্ষা করা হয়। এবারে মজাদার কিছু করতে চেয়েছেন মাস্ক। আর সেজন্যই রকেটে করে গাড়ি পাঠিয়েছেন তিনি।