মেসেঞ্জার কলেই যোগ করা যাবে অন্য বন্ধুকে

মেসেঞ্জারে অডিও এবং ভিডিও কলে নতুন ফিচার এনেছে ফেইসবুক। এই ফিচারের মাধ্যমে কল চালু অবস্থাতেই অন্য কলারকে যোগ করে নেওয়া যাবে।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Feb 2018, 12:28 PM
Updated : 22 Feb 2018, 12:28 PM

এর আগে গ্রাহক কোনো একটি কলে থাকাকালীন অন্য কোনো গ্রাহক কল করলে তাকে ওই কলে সংযুক্ত করা যেত না। কলটি কেটে অন্য গ্রাহককে কল করতে হতো। আর গ্রুপ কল করতে হলে ভিন্ন গ্রুপ খুলে সেখান থেকে কল করতে হতো।

মেসেঞ্জারের নতুন ফিচারের কারণে এবার কলে থাকাকালীন সেটি না কেটেই অন্য কলারকে সংযুক্ত করতে পারবেন গ্রাহক-- খবর প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ-এর।

কলের মধ্যে থাকাকালীন পর্দা থেকে ‘অ্যাড পার্সন’ অপশন থেকে অন্য গ্রাহককে কলে সংযুক্ত করা যাবে। কল শেষ হলে ওই কলের গ্রাহকদের নিয়ে স্বয়ংক্রিয়ভাবে একটি গ্রুপ তৈরি হবে। সেখান থেকে পরবর্তীতে গ্রুপ চ্যাটও করতে পারবেন গ্রাহক।

অ্যান্ড্রয়েড ও আইওএস দুই সংস্করণেই নতুন ফিচারটি এনেছে ফেইসবুক। ভিডিও কলে ছয়জন পর্যন্ত যুক্ত করতে পারবেন গ্রাহক। আর অডিও কলের ক্ষেত্রে ৫০ জন পর্যন্ত যোগ করা যাবে।