বাড়ছে ডোমেইন নিবন্ধনের সংখ্যা

বিশ্ব জুড়ে বাড়ছে ইন্টারনেট ডোমেইন নিবন্ধনের সংখ্যা। চতুর্থ প্রান্তিকের পর সর্বমোট নিবন্ধিত ডোমেইনের সংখ্যা হয়েছে ৩৩ কোটি ২৪ লাখ।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Feb 2018, 10:18 AM
Updated : 22 Feb 2018, 10:18 AM

বুধবার নিবন্ধিন ডোমেইনের সংখ্যা প্রকাশ করেছে শীর্ষস্থানীয় ডোমেইন নাম ও ইন্টারনেট সিকিউরিটি প্রতিষ্ঠান ভেরিসাইন। চতুর্থ প্রান্তিকে মোট ডোমেইন নিবন্ধন হয়েছে ১৭ লাখ, বলা হয়েছে আইএএনএস-এর প্রতিবেদনে।

হিসাবে শুধু ‘টপ-লেভেল-ডোমেইনের’ সংখ্যাই জানিয়েছে ভেরিসাইন। এখানে ‘টপ-লেভেল-ডোমেইন’-এর সংখ্যা বলা হয়েছে ৩৩ কোটি ২৪ লাখ।

ভেরিসাইন-এর পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, ২০১৭ সালে নতুন ‘ডটকম’ ও ‘ডটনেট’ টপ-লেভেল-ডোমেইন নিবন্ধন হয়েছে ৯০ লাখ। ২০১৬ সালে সংখ্যাটি ছিল ৮৮ লাখ।

২০১৭ সালের চতুর্থ প্রান্তিক পর্যন্ত শুধু ডটকম ও ডটনেট মিলে মোট ডোমেইন নিবন্ধন সংখ্যা হয়েছে ১৪ কোটি ৬৪ লাখ। বাকি নিবন্ধনগুলো হয়েছে অন্যান্য ডোমেইনে।

এক বছরে নিবন্ধন সংখ্যা বেড়েছে ২.৯ শতাংশ।

ভেরিসাইন আরও জানিয়েছে, ২০১৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ডটকম ডোমেইনের সংখ্যা হয়েছে ১৩ কোটি ১৯ লাখ। আর ডটনেট ডোমেইনের সংখ্যা ১.৪৫ কোটি।