রেকর্ড মূল্যে অ্যামাজনের শেয়ার

শেয়ার মূল্যে রেকর্ড গড়েছে অ্যামাজন। বুধবার প্রথমবারের মতো ১৫০০ মার্কিন ডলার ছাড়িয়েছে প্রতিষ্ঠানটির প্রতিটি  শেয়ারের মূল্য।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Feb 2018, 07:20 AM
Updated : 22 Feb 2018, 07:20 AM

দিন শেষে মার্কিন ই-কমার্স জায়ান্ট প্রতিষ্ঠানটির শেয়ার মূল্য বেড়েছে প্রায় ১.৪ শতাংশ। এতে ১৪৮২.৯২ মার্কিন ডলার থেকে অ্যামাজনের শেয়ার মূল্য দাঁড়িয়েছে ১৫০৩.৪৯ ডলারে-- খবর সিনএনবিসি’র।

১৯৯৭ সালে শেয়ার বাজারে আসার পর এবারই প্রথম শেয়ার মূল্য ১৫০০ ডলার পেরিয়েছে প্রতিষ্ঠানটির। আগের এক বছর ধরে অ্যামাজনের শেয়ার মূল্য বেড়েছে মোট ৭৩ শতাংশ।

খুচরা বিক্রি এবং ক্লাউড কম্পিউটিংয়ের মতো ব্যবসায় শীর্ষস্থানে রয়েছে ই-কমার্স জায়ান্ট প্রতিষ্ঠানটি। এর পাশাপাশি স্বাস্থ্য সেবার মতো খাতগুলোতেও বিনিয়োগ করেছে তারা। সবমিলিয়ে শেয়ার মূল্যে এই রেকর্ড অবস্থানে পৌঁছেছে অ্যামাজন।

বুধবার বাজার শুরুর সময় থেকে শেয়ার মূল্য সর্বোচ্চ হওয়ার সময় পর্যন্ত অ্যামাজন প্রধান জেফ বেজোস-এর সম্পদে যোগ হয়েছে ১৪০ কোটি মার্কিন ডলার।