খনি থেকে সরাসরি কোবাল্ট কিনবে অ্যাপল?

আইফোন ব্যাটারির জন্য সরাসরি খনি শ্রমিকদের কাছ থেকে কোবাল্ট কিনবে অ্যাপল। দীর্ঘ মেয়াদী সরবরাহের জন্য এ বিষয়ে আলোচনা চালাচ্ছে প্রতিষ্ঠানটি। 

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Feb 2018, 01:59 PM
Updated : 21 Feb 2018, 01:59 PM

বুধবার বিভিন্ন সূত্রের বরাতে এ খবর প্রকাশ করে ব্লুমবার্গ। পরিচয় প্রকাশ না করা এক সূত্রে সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, পাঁচ বছর বা তার বেশি সময়ের জন্য কয়েক হাজার মেট্রিক টন কোবাল্ট কেনার চুক্তি করতে চাচ্ছে মার্কিন টেক জায়ান্ট প্রতিষ্ঠানটি।

বৈদ্যুতিক গাড়ি নিয়ে বর্তমানে জোরেসোরেই নেমেছে একাধিক প্রতিষ্ঠান। লিথিয়াম-আয়ন ব্যাটারিচালিত বৈদ্যুতিক যানের চাহিদা দিন দিন বাড়তে থাকায় চাহিদা বেড়েছে কোবাল্ট-এরও। আর এ কারণে কোবাল্টের দাম দিন দিন আকাশচুম্বী হচ্ছে বলেই উল্লেখ করা হয়েছে রয়টার্স-এর প্রতিবেদনে। 

আরেক সূত্রের বরাতে ব্লুমবার্গ-এর প্রতিবেদনে বলা হয়, অ্যাপল কোনো চুক্তি করার দিকে না আগানোর সিদ্ধান্তও নিতে পারে।

এ নিয়ে মন্তব্যের জন্য তাৎক্ষণিকভাবে অ্যাপলের কাউকে পাওয়া যায়নি বলে জানিয়েছে রয়টার্স।