ওলেড প্যানেল বানানো কমাবে স্যামসাং

অরগানিক লাইট-এমিটিং ডায়োড বা ওলেড প্যানেল উৎপাদন কমাবে দক্ষিণ কোরীয় ইলেকট্রনিকস জায়ান্ট স্যামসাং।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Feb 2018, 12:34 PM
Updated : 20 Feb 2018, 12:34 PM

মার্কিন টেক জায়ান্ট অ্যাপল আইফোনের স্যামসাংয়ের কাছ থেকে ওলেড প্যানেল কিনে থাকে। অ্যাপল আইফোন X-এর উৎপাদন কমানোর সিদ্ধান্ত নেওয়ায় আর চাহিদা কমতে থাকায় স্যামসাং এই সিদ্ধান্ত নিয়েছে বলে উল্লেখ করা হয়েছে জাপানি দৈনিক নিক্কেই-এর প্রতিবেদনে। 

স্যামসাং ইলেকট্রনিকস-এর প্যানেল তৈরির বিভাগ এখন জানুয়ারি-মার্চ প্রান্তিকে তাদের সাউথ চাংচেওং কারখানায় দুই কোটি বা তার কম আইফোনের জন্য প্যানেল বানানোর পরিকল্পনা করছে। সংখ্যাটা সাড়ে চার থেকে পাঁচ কোটি আইফোনের জন্য প্যানেল তৈরির যে প্রাথমিক লক্ষ্য ছিল তার চেয়ে অনেক কম, বলা হয়েছে রয়টার্স-এর প্রতিবেদনে। 

চলতি বছরের এপ্রিল-জুন প্রান্তিকের জন্য এখনও লক্ষ্য নির্ধারণ করেনি স্যামসাং। কিন্তু এক্ষেত্রেও সংখ্যা কমতে পারে বলে কোনো সূত্রের বরাত ছাড়াই জানিয়েছে নিক্কেই।

স্যামসাং ডিসপ্লে’র এক মুখপাত্র এ নিয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি প্রকাশ করেছেন।