নতুন স্মার্টফোন আনছে সনি?

সামনের সপ্তাহেই শুরু হতে যাচ্ছে মোবাইল ফোন প্রদর্শন ও উন্মোচনের সবচেয়ে বড় আয়োজন মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস (এমডাব্লিউসি)। এই আয়োজনে নতুন কোনো মোবাইল ফোন উন্মোচনের আভাস দিয়েছে জাপানি তথ্য প্রযুক্তি প্রতিষ্ঠান সনি, খবর প্রযুক্তি সাইট ভার্জ-এর।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Feb 2018, 12:32 PM
Updated : 20 Feb 2018, 12:32 PM

সনি’র স্মার্টফোন ব্র্যান্ড এক্সপেরিয়া’র অ্যাকাউন্ট থেকে করা এক টুইটে একটি টিজার ভিডিও প্রকাশ করা হয়েছে। এই ভিডিও-তে দেখা যায়, একটি হাতের কিছু উপর থেকে একগুচ্ছ তরঙ্গ নিচে নেমে এসে হাতটি স্পর্শ করে। তারপর হ্যাশট্যাগে এমডাব্লিউসি আর ২৬ ফেব্রুয়ারি তারিখটি দেখানো হয়।

 

স্যামসাং গ্যালাক্সি এস৮, আইফোন X আর এলজি ভি৩০-তে ইতোমধ্যে কার্ভড স্ক্রিন দেখা গেছে। ভিডিওতে দেখানো তরঙ্গের মাধ্যমে সনি হয়তো কার্ভড স্ক্রিনের স্মার্টফোন আনারই আভাস দিচ্ছে, এমনটাই বলা হয়েছে ব্রিটিশ দৈনিক সান-এর প্রতিবেদনে।  এর ফলে এতে আরও উজ্জ্বল ওলেড ডিসপ্লে আর ছোট বেজেল থাকবে বলেও আশা প্রকাশ করেছে দৈনিকটি।