নতুন ক্যাম্পাসে কাঁচের দেয়ালে হাঁটছেন অ্যাপল কর্মীরা

কাঁচের তৈরি অ্যাপলের স্পেসশিপ আকৃতির ক্যাম্পাসে বিভ্রান্তির মুখে পড়ছেন কর্মীরা। ভুলক্রমে ক্যাম্পাসের ভেতরের কাঁচের দেয়ালে ধাক্কা খাচ্ছেন তারা।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Feb 2018, 01:50 PM
Updated : 18 Feb 2018, 01:50 PM

নকশার দিক থেকে ইতোমধ্যেই নজর কেড়েছে অ্যাপলের নতুন ক্যাম্পাস। কিন্তু ইতোমধ্যেই এ নিয়ে কর্মীরা বেশ কিছু অসুবিধার কথাও জানিয়েছেন।

বেশিরভাগ ভবনের স্থাপত্যেই ভেতরের দিকে কাঁচের দেয়ালের ব্যবহার দেখা যায়। কর্মীরা অন্যমনস্ক হয়ে এই দেয়ালগুলোতে ধাক্কা খাচ্ছেন বলে প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ ট্যাবলয়েড মিরর।

এই ঘটনার শিকার হয়েছেন এমন এক ব্যক্তির বরাত দিয়ে প্রতিবেদনে ব্লুমবার্গ জানায়, “বিভ্রান্ত কর্মীরা এই দেয়ালগুলোর দিকে হেঁটে গিয়েছেন এখানে বারবার এমন ঘটনা ঘটেছে।”

বিষয়টি সমাধান করতে কিছু কর্মী এতে পোস্টার লাগিয়ে দেন। কিন্তু এতে ভবনের নকশায় প্রভাব পড়ে বলা তা সরিয়ে নেওয়া হয়েছে।

২০১৭ সালের এপ্রিল মাসে কর্মীদের জন্য উন্মুক্ত হয় নতুন অ্যাপল পার্ক। আইফোন, আইপ্যাড এবং ম্যাকবুক-সহ অন্যান্য নতুন পণ্য আনতে বর্তমানে ১২ হাজারের বেশি কর্মী রয়েছেন এই ক্যাম্পাসটিতে।

২০০৬ সালে প্রথম এই ক্যাম্পাসটির ঘোষণা দেন অ্যাপল সহ-প্রতিষ্ঠাতা স্টিভ জবস।