আইওএস-এ গুরুতর বাগ: স্বীকার করলো অ্যাপল

আইওএস ১১.২.৫-এ গুরুতর বাগ থাকার কথা স্বীকার করেছে অ্যাপল। আইমেসেজ-এর মাধ্যমে অ্যাপ ক্র্যাশ করাতে পারে এই বাগ।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Feb 2018, 05:13 PM
Updated : 16 Feb 2018, 05:13 PM

ইতোমধ্যেই ত্রুটি সারানোর কাজ করা হচ্ছে বলে জানিয়েছে অ্যাপল-- খবর আইএএনএস-এর।

চলতি সপ্তাহের শুরুতে প্রথম এই ত্রুটিটি ধরা পড়ে। মেসেজে ভারতীয় তেলেগু ভাষার একটি বিশেষ অক্ষর থাকলেই আইফোন ক্র্যাশ করে। এর ফলে মেসেজ, ফেইসবুক মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপ-এ প্রবেশ করা যাচ্ছিল না বলে জানানো হয়।

বৃহস্পতিবার প্রযুক্তি সাইট ভার্জ-এর এক প্রতিবেদনে বলা হয়, “আইওএস ১১.৩-এ যখন সমস্যাগুলো সমাধান করা হচ্ছে, অ্যাপল বলেছে তারা শীঘ্রই আইওএস ১১-এর একটি আপডেট আনতে যাচ্ছে, যা বসন্তে আইওএস ১১.৩ আসার আগেই সমস্যাগুলো শনাক্ত করবে।”

আইওএস-এর ত্রুটি বিল্ট-ইন ম্যাকওএস আর অ্যাপল ওয়াচ-এর মেসেজেস অ্যাপকেও আক্রান্ত করেছে।

মার্কিন সাময়িকী ফোর্বস-এর প্রতিবেদনে বলা হয়, ডিভাইসগুলো রিস্টার্ট করার পর ব্যবহারকারীরা মেসেজ অ্যাপটি চালু করতে পারবেন না, এটি এমন কিছু যার সাংঘাতিক ফলাফল হওয়ার আশঙ্কা রয়েছে।

অ্যাপলের পক্ষ থেকে চলতি বছর জানুয়ারিতে বলা হয়, আসন্ন অ্যাপল আইওএস ১১.৩ আপডেট এমন কিছু ফিচার আনবে যা ব্যবহারকারীদেরকে তাদের ব্যাটারি, অগমেন্টেড রিয়ালিটি (এআর) আর অ্যানিমোজি নিয়ন্ত্রণের ক্ষমতা দেবে।