প্রতি ১০ ঘন্টায় প্লেন বানাবে বোয়িং

২০২০ সালের মধ্যে প্রতি ১০ ঘন্টায় একটি করে প্লেন বানানোর লক্ষ্যে এগোচ্ছে বোয়িং।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Feb 2018, 11:33 AM
Updated : 16 Feb 2018, 11:33 AM

এই দশকের শেষে বছরে ৯০০টির বেশি প্লেন বানানোর কথা জানিয়েছেন বোয়িং প্রধান ডেনিস মুইলেনবার্গ। বর্তমানে রেকর্ড হারে প্লেন উৎপাদন করছে প্রতিষ্ঠানটি। ভবিষ্যতে উৎপাদন আরও বাড়ানোর লক্ষ্য রয়েছে তাদের।

বৃহস্পতিবার সিএনবিসি-কে মুইলেনবার্গ বলেন, “এই দশকের শেষে অ্যারোস্পেস ও প্রতিরক্ষা জায়ান্ট প্রতিষ্ঠানটি বছরে ৯০০টির বেশি প্লেন তৈরি করবে।”

আগের বছর রেকর্ড ৭৬৩টি বাণিজ্যিক প্লেন সরবরাহ করেছে বোয়িং। এই হিসাবে প্রতিটি প্লেন তৈরিতে সময় লেগেছে সাড়ে ১১ ঘন্টা। চলতি বছর ৮১০ থেকে ৮১৫টি প্লেন সরবরাহের প্রত্যাশা করছে প্রতিষ্ঠানটি।

“আমরা দেখছি প্রতি বছরে এয়ার ট্রাফিক বাড়ছে এবং ছয় থেকে সাত শতাংশ যাত্রী ট্রাফিক বাড়ছে এবং এতে বিশ্বজুড়ে প্লেনের চাহিদা বাড়ছে,” বলেন বোয়িং প্রধান।

মুইলেনবার্গ আরও বলেন, সামনের ২০ বছরে “প্লেনের সংখ্যা দ্বিগুণ হবে” যেখানে ৪১ হাজার  নতুন প্লেনের দরকার হবে।

প্লেনের সঙ্গে বাড়ছে নতুন যাত্রীর সংখ্যাও। প্রতি বছর ১০ কোটি যাত্রী প্রথমবারের মতো এশিয়া ভ্রমণ করছেন বলে জানিয়েছেন তিনি।