আইফোন X-এর জন্য অ্যাপ সমর্থন বাধ্যতামূলক

আইফোন X-এর সুপার রেটিনা পর্দার জন্য অ্যাপ সমর্থন আনতে বলা হয়েছে ডেভেলপারদের।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Feb 2018, 08:42 AM
Updated : 16 Feb 2018, 08:42 AM

চলতি বছরের এপ্রিল মাস থেকে অ্যাপ স্টোরে জমা দেওয়া সব অ্যাপে আইফোন X-এর এজ-টু-এজ পর্দার সমর্থন বাধ্যতামূলক করেছে অ্যাপল। ইতোমধ্যেই ডেভেলপারদেরকে বিষয়টি জানিয়ে দিয়েছে মার্কিন প্রযুক্তি জায়ান্ট প্রতিষ্ঠানটি।

প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ-এর প্রতিবেদনে বলা হয়, আইফোন X-এর এজ-টু-এজ পর্দা বিবেচনা করেই নতুন অ্যাপগুলো বানাতে হবে। অন্যান্য আইফোনে অ্যাপগুলো সাধারণভাবেই চলবে। আর আইফোন X-এর পর্দার বাড়তি সুবিধা দেবে অ্যাপগুলো। নতুন অ্যাপগুলো আইওএস ১১ এসডিকে দিয়ে বানাতে হবে বলেও জানানো হয়েছে।

আইফোন X-এর পর্দার ওপরের দিকে কিছুটা অংশ কেটে ক্যামেরা এবং অন্যান্য সেন্সর রাখা হয়েছে। এর দুই পাশে পর্দায় ব্যাটারি এবং নেটওয়ার্ক সিগনাল দেখা যায়। নতুন অ্যাপগুলো যাতে পর্দার এই অংশগুলোও ব্যবহার করতে পারে সে লক্ষ্যেই কাজ করছে অ্যাপল।

নতুন অ্যাপের ক্ষেত্রে আইফোন X-এর পর্দার সমর্থন আনতে বলা হলেও যে অ্যাপগুলো বর্তমানে অ্যাপ স্টোরে রয়েছে সেগুলোর জন্য এখনও কোনো সময়সীমা দেয়নি প্রতিষ্ঠানটি।