অ্যাপলের শেয়ার বাড়ালেন বাফেট

অ্যাপলে নিজেদের শেয়ার বাড়িয়েছে মার্কিন ধনকুবের ওয়ারেন বাফেট-এর বিনিয়োগ প্রতিষ্ঠান বার্কশায়ার হ্যাথঅ্যাওয়ে। অন্যদিকে হাতে থাকা আইবিএম-এর প্রায় সব শেয়ার ছেড়ে দিয়েছে প্রতিষ্ঠানটি।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Feb 2018, 06:59 PM
Updated : 15 Feb 2018, 07:00 PM

একে প্রযুক্তি খাতে স্বনামধন্য এই বিনিয়োগকারীর ‘বড় পদক্ষেপ’ হিসেবে আখ্যা দিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি। 

বুধবার বার্কশায়ার হ্যাথঅ্যাওয়ে’র পক্ষ থেকে বলা হয়, নিজেদের অ্যাপলের শেয়ার ২৩.৩ শতাংশ বাড়িয়েছে প্রতিষ্ঠানটি। এর ফলে বার্কশায়রের হাতে অ্যাপলের শেয়ার হয়েছে মোট ১৬ কোটি ৫৩ লাখ। আর নিজেদের হাতে থাকা আইবিএম শেয়ারের ৯৪.৫ শতাংশ শেয়ার ছেড়ে দিয়েছে। শেয়ারের সংখ্যায় অংকটা ২০.৫ লাখ।  

২০১৭ সালে বাফেট সিএনবিসি-কে বলেন, আইবিএম-এর চেয়ে অ্যাপলের শেয়ার নিয়ে তিনি বেশি নিশ্চিত ছিলেন। তারপর থেকে তিনি অ্যাপলে অর্থ বিনিয়োগ অব্যাহত রাখেন। সে বছর নভেম্বরে বার্কশায়ার এক প্রতিবেদনে বলে, তারা ৩২ শতাংশ আইবিএম শেয়ার ছেড়ে দিয়েছে আর অ্যাপল শেয়ার বাড়িয়েছে।

বুধবার নতুন এই তথ্য ঘোষণার আগেই অ্যাপলের সবচেয়ে বড় বিনিয়োগকারীদের তালিকায় বার্কশায়ার ছিল চতুর্থ স্থানে। 

গেল বছর বাফেট আরও বলেন, “আইবিএম একটি বড় শক্তিশালী প্রতিষ্ঠান কিন্তু তাদের প্রতিদ্বন্দ্বীরাও অনেক শক্তিশালী।”