ঢাকায় যাত্রা শুরু করলো উবারহায়ার

‘উবারহায়ার’ নামে ঢাকায় নতুন সেবা চালু করেছে রাইড শেয়ারিং প্রতিষ্ঠান উবার।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Feb 2018, 07:52 AM
Updated : 15 Feb 2018, 07:52 AM

যেসব কাজে বেশি সময়ের প্রয়োজন, যেমন- সারাদিনের মিটিং, কেনাকাটা অথবা ঘুরতে যাওয়া সেগুলোর জন্য উবারহায়ার ব্যবহার করতে পারবেন গ্রাহক। উবারের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন এই সেবার ফলে যাতায়াতের জন্য নিজস্ব গাড়ির পরিবর্তে আরও একটি মাধ্যম পাচ্ছেন গ্রাহক।

উবারের ঢাকা অঞ্চলের মহাব্যবস্থাপক অর্পিত মুন্ড্রা বলেন, “আমরা সব সময় এমন কিছু করার চেষ্টা করি যা আমাদের যাত্রী এবং চালকদের উবারে ভ্রমণের অভিজ্ঞতা আরও মধুর করতে সাহায্য করে। উবারহায়ার-এর প্রধান লক্ষ্য শহরের নির্দিষ্ট শ্রেণির যাত্রীদের যাতায়াত ব্যবস্থা সহজ করা। বিশেষ করে পর্যটক, ব্যবসায়ী, বয়স্ক মানুষ এবং কর্মজীবীদের যাতায়াত ব্যবস্থা সহজ, সাশ্রয়ী এবং আরামদায়ক করে তোলার লক্ষ্যেই এই সেবাটি চালু করা হয়েছে।”

ঘন ঘন বিরতি নিয়ে ভ্রমণ করা, ব্যবসায়িক ভ্রমণ বা শহর ঘুরে দেখার জন্য সারাদিন যাতায়াতের প্রয়োজনে উবারহায়ার ব্যবহার করতে পারবেন গ্রাহক।

বিশ্বের অন্যান্য দেশেও এই সেবাটির জনপ্রিয়তা রয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।