অ্যাডিডাসের ‘ফ্রি জুতা’ নিয়ে সাবধান!

“অ্যাডিডাস তাদের ৯৩তম বর্ষপূর্তি উপলক্ষে ৩০০০ জোড়া জুতা উপহার দিচ্ছে। বিনামূল্যে আপনার জুতাটি নিন: অ্যাডিডাস.কম/সুজ”- হোয়াটসঅ্যাপে এমন বার্তা পেলে খুশি হওয়ার কিছু নেই।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Feb 2018, 05:30 PM
Updated : 13 Feb 2018, 05:30 PM

সংকেতায়িত মেসেজিং সেবাদাতা অ্যাপটিতে সম্প্রতি ব্যবহারকারীদের এমন বার্তা পাঠানো হচ্ছে। দেখতে সত্যিই ক্রীড়া সরঞ্জাম নির্মাতা ও বিক্রেতা জার্মান প্রতিষ্ঠান অ্যাডিডাস কর্তৃপক্ষ পাঠিয়েছে বলে মনে হলেও এই বার্তা আসলে ভুয়া, বলা হয়েছে আইএএনএস-এর প্রতিবেদনে।   

এই লিঙ্কে কেউ ক্লিক করলে ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য সাইবার অপরাধীরা হাতিয়ে নিতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।

ইতোমধ্যে প্রতারণার উদ্দেশ্যে ছাড়া এই বার্তা কয়েক হাজার ব্যবহারকারীর কাছে পাঠানো হয়েছে বলে রোববার এক প্রতিবেদনে উল্লেখ করেছে ব্রিটিশ দৈনিক এক্সপ্রেস।

এই বার্তা যে ভুয়া তা নিশ্চিত করেছে অ্যাডিডাস।  

আরেক ব্রিটিশ দৈনিক সান-এ অ্যাডিডাস সাউথ আফ্রিকা-এর ব্র্যান্ড কমিউনিকেশনস অ্যান্ড পিআর ম্যানেজার লরেন হ্যাকম্যান এর একটি উদ্ধৃতি প্রকাশ করেছে। তিনি বলেন, “বর্তমানে হোয়াটসঅ্যাপে ছড়াতে থাকা যে বার্তায় বলা হচ্ছে অ্যাডিডাস বিনামূল্যে জুতা দিচ্ছে তা সম্পর্কে আমরা জানতে পেরেছি আর আমরা মানুষকে এর বিষয়ে সতর্ক করছি কারণ এটি নিশ্চিতভাবে ভুয়া।”