‘সুরক্ষা’র নামে ডেটা হাতিয়ে নিচ্ছে ফেইসবুক
প্রযুক্তি ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 13 Feb 2018 05:02 PM BdST Updated: 13 Feb 2018 05:02 PM BdST
-
ছবি- ফেইসবুক অ্যাপ থেকে নেওয়া স্ক্রিনশটে ‘প্রটেক্ট’ অপশন লাল সীমানা দিয়ে দেখানো হয়েছে।
নিজেদের মোবাইল অ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন এক তারবিহীন-নেটওয়ার্কিং অ্যাপ এনেছে ফেইসবুক। কিন্তু নতুন অ্যাপটি যে তাদের মালিকানাধীন সে তথ্য শুরুতে জানায়নি বিশ্বের সবচেয়ে বড় সামাজিক মাধ্যমটি।
এই অ্যাপটি সোশাল জায়ান্টটির জন্য তথ্য সংগ্রহ করে বলে উল্লেখ করা হয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি’র প্রতিবেদনে।
ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক বা ভিপিএন ব্যবহারকারীদের পরিচয় গোপন আর অন্যান্য নিরাপত্তা ফিচার সুরক্ষিত রাখে। ব্যবহারকারীদের আরও নিরাপদ উপায়ে অনলাইন ব্রাউজ করার সুযোগ করে দেয় এটি। ‘ওনাভো প্রটেক্ট’ নামের এই অ্যাপটিও ব্যবহারকারীদের ভিপিএন সেবা দিয়ে থাকে। তবে, অ্যাপটি ব্যবহারকারীদের ডেটা পর্যবেক্ষণ করে ও তা ফেইসবুক আর অন্যান্যদের সঙ্গে শেয়ার করে। এই শেয়ার করা তথ্যের মধ্যে “ব্যবহারকারীর ডিভাইসে ইনস্টল করা অ্যাপ, ওই অ্যাপগুলো কীভাবে ব্যবহার করা হচ্ছে, ডিভাইস থেকে কোন কোন ওয়েবসাইট ব্রাউজ করা হচ্ছে আর কী পরিমাণ ডেটা ব্যবহার করা হচ্ছে”- এই বিষয়গুলোও রয়েছে বলে অ্যাপটির প্রাইভেসি নীতিমালায় উল্লেখ করা হয়।
এর মাধ্যমে কোনো ব্যবহারকারী ফেইসবুকের কোনো সাইটে না থাকলেও, তিনি অনলাইনে কী করছেন তা জানতে এই ডেটা ব্যবহার করতে পারে ফেইসবুক। সেইসঙ্গে স্ন্যাপ আর টুইটারের মতো প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানগুলোর বানানো অ্যাপগুলো কীভাবে ব্যবহার করা হচ্ছে সে তথ্যও চলে যায় ফেইসবুকের হাতে।
২০১৩ সালে মোবাইল ডেটা বিশ্লেষণা ও নিরাপত্তা সেবাদাতা ইসরায়েলি প্রতিষ্ঠান ওনাভো-কে কিনে নেয় ফেইসবুক। মার্কিন সামাজিক মাধ্যমটি এখন তাদের মোবাইল অ্যাপের একটি ট্যাবে ‘প্রটেক্ট’ নামের একটি অপশন দিয়ে ওনাভো’র সফটওয়্যারটি ডাউনলোডের প্রচারণা চালাচ্ছে।
কিন্তু এই অ্যাপ যে ফেইসবুকের মালিকানাধীন আর এ থেকে ফেইসবুকের সঙ্গে ডেটা শেয়ার করা হচ্ছে তা জানতে হলে ব্যবহারকারীদের যেতে হবে ওনাভো’র ওয়েবসাইটে বা অ্যাপলের অ্যাপ স্টোর থেকে ‘ডেসক্রিপশন’ লিঙ্কের একদম নিচে।
-
ব্রাউজারের ক্যাশ মেমোরি পরিষ্কার করবেন যেভাবে
-
‘দ্রুতগতির’ আউটলুক লাইট অ্যাপ আনছে মাইক্রোসফট
-
ক্রিপ্টো ধসে বিপাকে সাইবার অপরাধীরাও
-
শত কোটি চীনা নাগরিকের তথ্য ‘হ্যাকারের হাতে’
-
‘দানবীয়’ ক্যামেরা সেন্সর শাওমির নতুন ফোনে
-
শুরু হলো কোরবানির পশু কেনাবেচায় ডিজিটাল হাট
-
জ্বর শনাক্ত করবে অ্যাপল ওয়াচ সিরিজ ৮?
-
ক্রিপ্টোই আর্থিক সম্পৃক্ততার চাবিকাঠি: মধ্য আফ্রিকা
সর্বাধিক পঠিত
- দিনে বিদ্যুৎ যাচ্ছে কয়েকবার
- নিজের গায়ে আগুন দেওয়া গাজী আনিসকে বাঁচানো গেল না
- ফেইসবুকে ধর্ম নিয়ে মন্তব্য: স্কুল শিক্ষকের ৮ বছরের কারাদণ্ড
- বেয়ারস্টো-রুটের ব্যাটে রেকর্ড গড়ার পথে ইংল্যান্ড
- কোথায় কখন লোড শেডিং, সময় বেঁধে দেওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর
- গায়ে আগুন দিয়ে আত্মহত্যা: হেনোলাক্স গ্রুপের মালিকের বিরুদ্ধে মামলা
- লুহানস্কের পতনের পর এখন কোন পথে এগুবে রাশিয়া?
- রুট-বেয়ারস্টোর সেঞ্চুরিতে রেকর্ড গড়ে ভারতকে হারাল ইংল্যান্ড
- বাণিজ্য ঘাটতি বাড়ছেই, এবার ছাড়াল ৩০ বিলিয়ন ডলার
- চেলসি থেকে বার্সেলোনায় ক্রিস্টেনসেন