হোমপড-এর ব্যবহার শেখাচ্ছে অ্যাপল

গ্রাহককে হোমপড-এর ব্যবহার শেখাতে কয়েকটি ভিডিও প্রকাশ করেছে অ্যাপল।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Feb 2018, 01:01 PM
Updated : 12 Feb 2018, 01:01 PM

সম্প্রতি বাজারে এসেছে মার্কিন প্রযুক্তি জায়ান্ট প্রতিষ্ঠানটির এআই স্পিকারটি। ইতোমধ্যেই ডিভাইসটি নিয়ে নানা ধরনের সমালোচনাও শোনা গেছে।

 

অ্যাপলের ভিডিওগুলোতে ডিভাইসটিতে কীভাবে সিরি ব্যবহার করা যায়, কীভাবে সেটিং পরিবর্তন এবং টাচ কন্ট্রোল ব্যবহার করা যায় তা দেখানো হয়েছে।

এআই অ্যাসিস্টেন্ট সিরি’র মাধ্যমে ব্যবহারকারী কোন গান শুনবেন তা নিয়ে পরামর্শ দেওয়া আর ঘরের তাপমাত্রা মানিয়ে নেওয়ার মতো কাজ করতে পারবে এই স্পিকার। আগের বছর  ডেভেলপারপদের নিয়ে অ্যাপলের সবচেয়ে বড় বার্ষিক সম্মেলন ‘ওয়ার্ল্ডওয়াইড ডেভেলপারস কনফারেন্স’ (ডাব্লিউডাব্লিউডিসি)-এ অ্যাপল এই ডিভাইস উন্মোচন করে।

 

৩৪৯ মার্কিন ডলারের এই স্পিকার সিরির সঙ্গে মিলে অ্যাপল মিউজিক সেবা থেকে গানের তালিকা বাছাই করে দিতে পারবে। সেইসঙ্গে টেক্সট মেসেজ পাঠানো, সংবাদ জানানো, খেলার খবর জানানো আর লাইট বাল্ব ও থার্মোস্ট্যাট-এর মতো হোম গ্যাজেটগুলো নিয়ন্ত্রণ করতে পারে এটি।

২০১৭ সালের ডিসেম্বরে স্পিকারটি বাজারে আসার কথা থাকলেও বিলম্বের পর চলতি সপ্তাহে বাজারে আনা হয় এটি।

 

সম্প্রতি ওয়েবসাইটে হোমপড সারানোর খরচ জানিয়েছে অ্যাপল। ওয়ারেন্টি ছাড়া একটি হোমপড ভাঙ্গলে তা সারাতে খরচ হবে ২৭৯ মার্কিন ডলার, যা নতুন একটি হোমপড-এর মূল্যের ৮০ শতাংশ।