বৈদ্যুতিক গাড়ি, জোটের ভাবনায় পোর্শ-আউডি

জার্মান অটোমোবাইল নির্মাতা ফোকসভাগেন-এর বিলাসবহুল গাড়ির মূল দুই বিভাগ- পোর্শ আর আউডি বৈদ্যুতিক গাড়ির জন্য একটি যৌথ উদ্যোগ চালুর পরিকল্পনা হাতে নিয়েছে।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Feb 2018, 11:14 AM
Updated : 10 Feb 2018, 11:14 AM

খরচ কমাতেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে ব্র্যান্ডদুটির প্রধান নির্বাহীদের উদ্ধৃতি দিয়ে খবর প্রকাশ করেছে জার্মান সংবাদমাধ্যমগুলো। 

আউডি প্রধান নির্বাহী রুপার্ট স্ট্যাডলার বলেন, “২০২৫ সালের মধ্যে আমরা স্থাপত্যবিষয়ক উন্নয়নের জন্য শত কোটি ইউরো খরচের মুখে যাচ্ছি।”

পোর্শ প্রধান নির্বাহী অলিভার ব্লুম বলেন, “যদি উভয়েই তাদের মতো আলাদা করে কাজ করে তবে খরচ ৩০ শতাংশ বেশি হবে।”

দুই ব্র্যান্ডই যৌথ উদ্যোগের মাধ্যমে ২০২১ সাল থেকে কয়েকটি মডেল আনতে চায় বলে উল্লেখ করা হয়েছে রয়টার্স-এর প্রতিবেদনে। এর মধ্যে দুটি সেডান আর দুটি স্পোর্টস গাড়ির মডেল আনার কথা জানিয়েছেন স্ট্যাডলার।

অন্যদিকে পোর্শ-এর প্রধান নির্বাহী ব্লুম বলেন, জার্মানির লিপজিগ-এ এই যৌথ উদ্যোগের মাধ্যমে তারা নিজেদের প্রথম মডেলটি আনতে পারবে। ইতোমধ্যে লিপজিগে নিজেদের ম্যাকান স্পোর্ট-ইউটিলিটি মডেল-এর যন্ত্রাংশ ও বডি সংযোজন করা হচ্ছে। তিনি বলেন, “লিপজিগ-এর জন্য বর্তমানে আমি ভালো সুযোগ দেখছি।”