শেয়ার ধসের সুনামি সিলিকন ভ্যালিতে

বিশ্ব পুঁজিবাজারে সাম্প্রতিক ধসের প্রভাব পড়েছে যুক্তরাষ্ট্রের শীর্ষ পাঁচ প্রতিষ্ঠানের শেয়ারমূল্যেও।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Feb 2018, 09:13 AM
Updated : 9 Feb 2018, 09:13 AM

অ্যাপল, অ্যালফাবেট, মাইক্রোসফট, অ্যামাজন আর ফেইসবুকের মোট বাজারমূল্য শেষ ৫২ সপ্তাহে প্রত্যেকটির সর্বোচ্চ মূল্য থেকে সব মিলিয়ে কমেছে ৪৩৭০০ কোটি ডলার। আর এই সর্বোচ্চ মূল্য  চলতি বছর ১৮ জানুয়ারির কাছাকাছি সময়েই ছিল বলে উল্লেখ করা হয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি’র প্রতিবেদনে।

এই পাঁচ প্রতিষ্ঠানের মধ্যে দরপতনের সবচেয়ে বড় ধাক্কা খেয়েছে গুগলের মালিক প্রতিষ্ঠান অ্যালফাবেট।

৫২ সপ্তাহের ওই সর্বোচ্চ মূল্যের তুলনায় শেষ হিসাব পর্যন্ত এই প্রতিষ্ঠানগুলোর মোট বাজারমূল্য কমার অংকটা নিচের তালিকায় দেখানো হয়েছে-

● অ্যালফাবেট- ১২৪৭০ কোটি ডলার

● অ্যাপল- ১২৩৭০ কোটি ডলার

● মাইক্রোসফট- ৭৭৪০ কোটি ডলার

● ফেইসবুক- ৬২৬০ কোটি ডলার

● অ্যামাজন- ৪৮৪০ কোটি ডলার