আইপ্যাডে নতুন নকশায় কর্টানা

আইপ্যাডের জন্য নতুন করে নকশা করা হয়েছে মাইক্রোসফট-এর ভয়েস অ্যাসিস্টেন্ট সেবা কর্টানাতে।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Feb 2018, 10:39 AM
Updated : 8 Feb 2018, 10:39 AM

ইতোমধ্যেই আইওএস ডিভাইসের জন্য কর্টানা অ্যাপ রয়েছে মাইক্রোসফটের। কিন্তু এতদিন তা আইপ্যাডের জন্য আলাদা করে নকশা করা ছিল না।

আইপ্যাডের জন্য অ্যাপটির নতুন আপডেটে এর নকশা পরিবর্তনের ফলে আইপ্যাডের বড় পর্দার সুবিধা নিতে পারবে কর্টানা । আরও বেশি তথ্য ও রিমাইন্ডার দেখানোর জায়গা পাওয়া যাবে আইপ্যাডে, বলা হয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ-এর প্রতিবেদনে।

মাইক্রোসফটের দাবি, অ্যাপটি এখন ২০ শতাংশ দ্রুত গতিতে চালু হবে।

অন্যান্য ভয়েস অ্যাসিস্টেন্ট সেবার মতোই কাজ করে কর্টানা। মাইক্রোসফটের পণ্য হলেও আইওএস ডিভাইসের জন্য অ্যাপটি উন্মোচন করেছে প্রতিষ্ঠানটি।

আইওএস ডিভাইসে কর্টানা থাকলেও তা শুধু অ্যাপের মাধ্যমেই ব্যবহার করা যায়। অ্যাপলের অপারেটিং সিস্টেম-এর সঙ্গে পুরোপুরি সম্পৃক্ত নয় অ্যাপটি। কিন্তু সিরি’র চেয়ে কর্টানা ব্যবহারে যেসব গ্রাহক স্বাচ্ছন্দ্যবোধ করেন তাদের জন্যই অ্যাপ আকারে আনা হয়েছে এটি।

আইওএস ডিভাইসের জন্য অ্যাপ হিসেবে রয়েছে গুগল অ্যাসিস্টেন্ট-ও।