২০১৭ সালে অ্যাপল ওয়াচ বিক্রি ১.৮ কোটি

২০১৭ সালে ১.৮ কোটি অ্যাপল ওয়াচ সরবরাহ করেছে অ্যাপল, যা আগের বছরের চেয়ে ৫৪ শতাংশ বেশি।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Feb 2018, 10:37 AM
Updated : 8 Feb 2018, 10:37 AM

সিঙ্গাপুরভিত্তিক বাজার গবেষণা প্রতিষ্ঠান ক্যানালিস জানায়, এই বছর সবচেয়ে বেশি বিক্রি হয়েছে অ্যাপল ওয়াচ সিরিজ ৩।

মঙ্গলবার প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়, “এখানে মূল চালিকাশক্তি ছিল সিরিজ ৩, অ্যাপল ওয়াচ-এর সর্বশেষ সংস্করণের সরবরাহ হয়েছে ৯০ লাখ যা ২০১৭ সালের মোট সরবরাহের অর্ধেক।”

এক বছর আগের চেয়ে ২০১৭ সালের চতুর্থ প্রান্তিকে অ্যাপল ওয়াচের সরবরাহ বেড়েছে ৩২ শতাংশের বেশি। এক প্রান্তিকে এটিই পরিধেয় গ্যাজেটের ক্ষেত্রে রেকর্ড সরবরাহ-- খবর ভারতীয় সংবাদমাধ্যম আইএএনএস-এর।

ক্যানালিস-এর গবেষণা বিশ্লেষক ভিনসেন্ট থিকে এক বিবৃতিতে বলেন, “মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান ও অস্ট্রেলিয়ায় ভালো চাহিদা ছিল অ্যাপল ওয়াচের, যেখানে সবগুলো মূল মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান ছুটির মৌসুমের জন্য সময়মত প্রস্তুত ছিল।”

“বাজারের সবচেয়ে দ্রুত বিক্রি হওয়া পরিধেয় এলটিই ডিভাইস ছিল ওয়াচ সিরিজ ৩, এই প্রান্তিকে এই সংস্করণের সরবরাহ দ্বিগুণ বেড়ে ১৬ লাখে দাঁড়িয়েছে।”