সফলভাবেই রওনা দিল ফ্যালকন হেভি
প্রযুক্তি ডেস্ক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 07 Feb 2018 04:34 PM BdST Updated: 07 Feb 2018 04:34 PM BdST
-
ছবি- স্পেসএক্স
-
ছবি- স্পেসএক্স
-
ছবি- স্পেসএক্স
মঙ্গলবার সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে মহাকাশযান নির্মাতা মার্কিন প্রতিষ্ঠান স্পেসএক্স-এর নতুন রকেট ‘ফ্যালকন হেভি”। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে এই রকেট উৎক্ষেপণ করা হয়।
Related Stories
শাটল ব্যবস্থা আসার পর সবচেয়ে ক্ষমতাধর বিশাল এই মহাকাশযান কোনো ধরনের ঝামেলা ছাড়াই উপরে উঠে যায় বলে উল্লেখ করা হয়েছে বিবিসি’র প্রতিবেদনে।
স্পেসএক্স প্রধান নির্বাহী মার্কিন উদ্যোক্তা ও ধনকুবের ইলন মাস্ক বলেন, নতুন এই রকেটটি বানাতে যে চ্যালেঞ্জগুলোর সম্মুখীন হতে হয়েছিল তা এর সাফল্য আসার সম্ভাবনা অর্ধেকে নিয়ে আসে। রকেট উৎক্ষেপিত হওয়ার পর তিনি বলেন, “ প্যাডের উপর বড় একটি বিস্ফোরণ, রাস্তায় একটি চাকা লাফাচ্ছে- আমার মাথায় এমন একটি ছবিই ছিল। কিন্তু সৌভাগ্যবশত সেটি ঘটেনি।”
এই যাত্রার মাধ্যমে ফ্যালকন হেভি সবচেয়ে ক্ষমতাধর লঞ্চ ভেইকল-এ পরিণত হয়েছে।

ছবি- স্পেসএক্স
ফ্যালকন হেভি’র পর বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রকেট হচ্ছে ডেল্টা IV হেভি। ফ্যালকন হেভি’র ক্ষমতা ডেল্টা IV হেভি-এর ক্ষমতার দ্বিগুণের চেয়ে কিছুটা বেশি। কিন্তু ফ্যালকন হেভি বানাতে খরচ ডেল্টা IV হেভি-এর এক তৃতীয়াংশ বলে জানান মাস্ক।
পরীক্ষামূলক আর অনিশ্চিত এই অভিযানে এত বেশি ভর পাঠাতে চাননি মাস্ক। তাই আগের কথা অনুযায়ী এতে দেওয়া হয়েছে নিজের পুরানো চেরি-রেড রঙের টেসলা স্পোর্টস গাড়িটি।

ছবি- স্পেসএক্স
তিনটি ফ্যালকন ৯ রকেট একসঙ্গে জুড়ে তৈরি করা হয়েছে ফ্যালকন হেভি। এ নিয়ে মাস্ক বলেন, “এটি অসাধারণ ছিল। সত্যিকার অর্থেই, এটাই হয়তো আমার জীবনে দেখা সবচেয়ে রোমাঞ্চকর দৃশ্য।”
তৃতীয় ফ্যালকন ৯ বুস্টারটি সাগরের কয়েকশ’ কিলোমিটার ভেতরে থাকা একটি ড্রোন শিপে যাওয়ার কথা ছিল। কিন্তু দূর্ভাগ্যবশত এর যন্ত্রের অপর্যাপ্ত ক্ষমতার কারণে এটি লক্ষ্য পূরণ করতে পারেনি। ঘণ্টায় প্রায় পাঁচশ’ কিলোমিটার বেগে এটি সাগরে এসে পানিতে ধাক্কা খায় আর সঙ্গে সঙ্গে বিধ্বস্ত হয়ে যায়।
-
জানুয়ারিতে এআর, ভিআর হেডসেট আনবে অ্যাপল?
-
মানুষের মতো মাইনক্র্যাফট খেলতে শিখেছে এআই
-
ভিডিও ক্যাপশন: ইউটিউবকে অনুসরণ করল টুইটার
-
সফটওয়্যার আপডেট পাচ্ছে উইন্ডোজ ৯৮ নির্ভর মঙ্গলযান
-
মূল্যপতনের সঙ্গে বিদ্যুৎ ক্ষুধাও কমেছে বিটকয়েনের
-
কৃষ্ণাঙ্গ কনটেন্ট নির্মাতাদের অর্থ সহায়তা দেবে স্ন্যাপচ্যাট
-
মার্কিন ক্রিপ্টো কোম্পানি হারমোনিতে ‘ক্রিপ্টো ডাকাতি’
-
গর্ভপাত: মার্কিন নারীদের গলার কাঁটা হচ্ছে ব্যক্তিগত ডেটা
সর্বাধিক পঠিত
- প্রথম টোল দিয়ে বাইক নিয়ে পদ্মা সেতু পার হলেন যিনি
- সাঁতরে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা বললেন তরুণী?
- পুলিশের সামনে শিক্ষকের গলায় জুতার মালা: চলছে প্রতিবাদ
- পদ্মা সেতুর নাটবল্টু খুলে ‘টিকটক’: সেই যুবক গ্রেপ্তার
- পদ্মা সেতুতে মোটর বাইক ওঠা নিষিদ্ধ হল
- পদ্মা সেতু দিয়ে গাবতলীর বাস কবে চলবে?
- ‘প্রধানমন্ত্রীর পর আমিই প্রথম, অনুভূতিটা অন্যরকম’
- পদ্মা সেতুতে বাইক দুর্ঘটনায় ঝরল দুই প্রাণ
- ‘মাদারীপুর এত কাছে!’
- পদ্মা সেতু খুলেছে, ‘হাত নেড়ে কুল পাচ্ছে না’ ঢাকার ট্রাফিক পুলিশ