জনপ্রিয়তার শীর্ষে অ্যান্ড্রয়েড নুগাট

সবচেয়ে বেশি ব্যবহৃত অ্যান্ড্রয়েড সংস্করণের আনুষ্ঠানিক তকমা পেয়েছে নুগাট।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Feb 2018, 05:46 AM
Updated : 6 Feb 2018, 05:46 AM

গুগল-এর ডেভেলপার পোর্টাল-এর তথ্যমতে বর্তমানে ২৮.৫ শতাংশ অ্যান্ড্রয়েড ডিভাইসে চলছে নুগাট-- খবর প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ-এর।

সবচেয়ে ব্যবহৃত অ্যান্ড্রয়েড সংস্করণের দ্বিতীয় অবস্থানে রয়েছে অ্যান্ড্রয়েড ৬.০ মার্শমেলো, যা ২০১৫ সালে উন্মুক্ত করা হয়। জনপ্রিয়তার দিক থেকে নুগাট থেকে খুব বেশি দূরে নেই মার্শমেলো। ২৮.১ শতাংশ ডিভাইসে চলছে অ্যান্ড্রয়েড মার্শমেলো।

অন্যদিকে গুগলের সর্বশেষ অ্যান্ড্রয়েড সংস্করণ ৮.০ ওরিও চলছে ১.১ শতাংশ ডিভাইসে। আগের বছর বসন্তে উন্মুক্ত করা হয় এটি। ২০১৭ সালের ২ অক্টোবর পর্যন্ত মাত্র ০.২ শতাংশ ডিভাইস চলছিল ওরিও সংস্করণে।

অ্যাপলের আইওএস ১০ ব্যবহারকারীর সংখ্যাও ২৮ শতাংশ। অ্যান্ড্রয়েড নুগাট উন্মুক্ত করার প্রায় একই সময়ে আনা হয় আইওএস ১০। আর সর্বশেষ আইওএস ১১ ব্যবহারকারীর সংখ্যা ৬৫ শতাংশ।

বর্তমানে অ্যান্ড্রয়েড ওরিও সংস্করণের গ্রাহক সংখ্যা কম থাকলেও এটি দ্রুত বাড়বে বলে ধারণা করা হচ্ছে। সম্প্রতি ডিভাইসগুলোতে এই সংস্করণের আপডেট দিতে শুরু করেছে নির্মাতা প্রতিষ্ঠানগুলো।