যুক্তরাষ্ট্রে স্পটিফাই-কে ছাড়াবে অ্যাপল মিউজিক

চলতি বছরই মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় মিউজিক স্ট্রিমিং সেবার প্রতিযোগিতায় স্পটিফাই-কে ছাড়াতে পারে অ্যাপল মিউজিক।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Feb 2018, 02:28 PM
Updated : 5 Feb 2018, 02:28 PM

বছরের শেষ দিকে গ্রাহক সংখ্যা নিবন্ধনের হার অনুমান করে প্রতিবেদনে এ কথা জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল।

উভয় প্রতিষ্ঠানের রেকর্ড ব্যবসায়ের সঙ্গে জড়িত ব্যক্তির বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, স্পটিফাইয়ের চেয়ে দ্রুত গতিতে মার্কিন অ্যাকাউন্ট বাড়ছে অ্যাপল মিউজিক-এর। দেশটিতে প্রতি মাসে অ্যাপল মিউজিক-এর গ্রাহক সংখ্যা বাড়ছে পাঁচ শতাংশ। আর স্পটিফাইয়ের গ্রাহক সংখ্যা বাড়ছে দুই শতাংশ।

প্রতিবেদনে আরও বলা হয়, গ্রাহক বৃদ্ধির হার এভাবে চলতে থাকলে এ বছরের গ্রীষ্মেই স্পটিফাইকে ছাড়িয়ে যাবে অ্যাপল।

বৈশ্বিক বিবেচনায় এখনও সবচেয়ে বড় মিউজিক স্ট্রিমিং সেবা স্পটিফাই। অ্যাপল মিউজিকের চেয়ে প্রায় দ্বিগুণ গ্রাহক রয়েছে প্রতিষ্ঠানটির। আগের মাসে স্পটিফাইয়ের গ্রাহক সংখ্যা ছিল সাত কোটির বেশি। সেখানে অ্যাপল মিউজিকের গ্রাহক সংখ্যা ৩.৬ কোটি, বলা হয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট সিনেট-এর প্রতিবেদনে।

চলতি বছরই নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ-এ প্রবেশ করার পরিকল্পনা রয়েছে সুইডেন-এর স্টকহোমভিত্তিক মিউজিক স্ট্রিমিং সেবাটির।