স্মার্টফোন: স্যামসাং-কে ছাপিয়ে শীর্ষে অ্যাপল 

২০১৭ সালের শেষ প্রান্তিকে স্যামসাংকে ছাপিয়ে শীর্ষ স্মার্টফোন ব্র্যান্ডের জায়গা করে নিয়েছে অ্যাপল। এ প্রান্তিকে বিশ্বব্যাপী মার্কিন টেক জায়ান্টটি মোট ৭.৭৩ কোটি আইফোন চালান দিয়েছে-- শুক্রবার বাজার গবেষণা প্রতিষ্ঠান কাউন্টারপয়েন্ট রিসার্চ-এর প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করা হয়েছে। 

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Feb 2018, 11:03 AM
Updated : 4 Feb 2018, 11:03 AM

এই প্রান্তিকে দক্ষিণ কোরীয় ইলেকট্রনিক জায়ান্টটির চালান করা ডিভাইসের সংখ্যা ৭.৭৪ কোটি। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি পুরো বছরে ২১ শতাংশ বাজার শেয়ার নিয়ে স্মার্টফোন বাজারকে নেতৃত্ব দিচ্ছে বলে আইএএনএস-এর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

কাউন্টারপয়েন্ট রিসার্চ-এর পক্ষ থেকে বলা হয়, “অ্যাপলের চালান এক বছরে এক শতাংশ হ্রাস পেয়েছে। যদিও ওই প্রান্তিকে প্রতিষ্ঠানটি এক নাম্বার স্মার্টফোন ব্র্যান্ড হয়েছে। ২০১৭ সালে বাজার শেয়ারের দিক থেকে অ্যাপল দুই নাম্বারেই রয়ে গেছে, তাদের দখলে আছে বাজারের ১৪ শতাংশ।”

অ্যাপল, স্যামসাং, হুয়াওয়ে, অপ্পো আর শিয়াওমিসহ শীর্ষ ১০ প্রতিষ্ঠানের দখলে আছে বিশ্বজুড়ে স্মার্টফোন বাজারের ৭৭ শতাংশ।

ভারত, চীন আর পশ্চিম ইউরোপে স্যামসাংয়ের চালান ১১ শতাংশ কমে গিয়েছে। তবে, দক্ষিণ আমেরিকার বাজারে নেতৃত্ব তাদের হাতেই।

গবেষণা প্রতিষ্ঠানটির গবেষণা পরিচালক জেফ ফিল্ডহ্যাক বলেন, “অ্যাপল তাদের আইফোন X, ৮ আর ৮ প্লাস আনার মাধ্যমে গড় বিক্রয় মূল্য একশ’ ডলার থেকে ৭৯৬ ডলারে নিয়ে যেতে পেরেছে।”

সবচেয়ে দ্রুত উন্নত করতে থাকা স্মার্টফোনগুলোর মধ্যে রয়েছে চীনা ব্র্যান্ড শিয়াওমি, ভিভো, অপ্পো আর হুয়াওয়ে’র নাম।

২০১৭ সালের শেষ প্রান্তিকে অ্যাপল, স্যামসাংয়ের পরে অবস্থান করছে হুয়াওয়ে, অপ্পো আর শিয়াওমি।