জাল আইফোন: আমেরিকায় রায়ের অপেক্ষায় চীনা

ভুয়া আইফোন আর আইপ্যাড বিক্রিতে যুক্ত থাকার অভিযোগে যুক্তরাষ্ট্রে আটক এক ব্যক্তি দোষ স্বীকার করে নিয়েছেন।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Feb 2018, 08:40 AM
Updated : 4 Feb 2018, 08:40 AM

৪৩ বছর বয়সী জিয়ানহুয়া জেফ লি নামের ওই আসামির যুক্তরাষ্ট্রের নিউ জার্সির জেলা আদালত বিচারক কেভিন ম্যাকনালটি বিরুদ্ধে জাল পণ্যে লেবেল লাগিয়ে তা যুক্তরাষ্ট্রে পাচার ও পাচারের ষড়যন্ত্র নিয়ে দুটি অভিযোগে আনা হয়েছে- শুক্রবার মার্কিন বিচার বিভাগের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য প্রকাশ করা হয়। 

ইতোমধ্যে লি তার মার্কিন ব্যাংক অ্যাকাউন্টে ১১ লাখ ডলার গ্রহণ করেছেন বলে উল্লেখ করা হয়েছে আইএএনএস-এর প্রতিবেদনে।

২০১৫ সাল থেকে চলা এই মামলায় লি-কে আটকের পর কারাগারে পাঠানো হয়। ২০০৯ সালের জুলাই থেকে ২০১৪ সালের ফেব্রুয়ারি পর্যন্ত লি তার প্রতিষ্ঠান ‘ড্রিম ডিজিটালস’-এর মাধ্যমে অ্যান্ড্রেইনা বেকেরা, রবার্তো ভল্প, রোজারিও লামার্কা আর অন্যান্যদের সঙ্গে মিলে চীন থেকে যুক্তরাষ্ট্রে ৪০ হাজারেরও বেশি ইলেকট্রনিক ডিভাইস পাচার করেন।     

পাচার হওয়া এসব ডিভাইসের মধ্যে অ্যাপলের আইপ্যাড আর আইফোনও ছিল। কাস্টমস ফাঁকি দিতে জাল লেবেল, মোড়ক আর অ্যাপল ট্রেডমার্ক আলাদাভাবে এনে মার্কিন যুক্তরাষ্ট্রে সেগুলো সংযোজনের পর বিক্রি করা হচ্ছিল বলে মামলার নথিতে উল্লেখ করা হয়েছে।

৩০ মে লি’র রায় দেওয়া হবে। লামার্কা-কে দেওয়া ৩৭ মাসের কারাদণ্ড শুরু হয়েছে ২০১৭ সালের জুলাই থেকে। বেকেরা আর ভল্প এখনও রায়ের অপেক্ষায় আছেন।