এলো ‘সস্তা’ সারফেইস ল্যাপটপ

নিজেদের সারফেইস ল্যাপটপের নতুন এক সংস্করণ এনেছে মাইক্রোসফট। ২ ফেব্রুয়ারি আনা এই সংস্করণে ল্যাপটপটির দাম শুরু হবে ৭৯৯ ডলার থেকে, যা আগের সংস্করণের দামের তুলনায় কম।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Feb 2018, 01:08 PM
Updated : 3 Feb 2018, 01:08 PM

সারফেইস ল্যাপটপের নতুন এই সংস্করণটিতে ব্যবহার করা হয়েছে ইনটেল কোর এম৩ প্রসেসর। এতে রয়েছে ৪জিবি র‍্যাম আর ১২৮জিবি স্টোরেজ। এর ফলে নতুন এই সংস্করণটি আগের ৯৯৯ ডলার দামের সংস্করণটির চেয়ে ধীর গতির হয়েছে। আগের সংস্করণটিতে কোর আই৫ প্রসেসর ব্যবহার করা হয়েছিল।

দামে অপেক্ষাকৃত সস্তা এই ল্যাপটপটি সরাসরি মাইক্রোসফট-এর সারফেইস প্রো ল্যাপটপের সঙ্গে প্রতিদ্বন্দ্বীতা করবে, এমনটাই বলা হয়েছে প্রযুক্তি সাইট ভার্জ-এর প্রতিবেদনে। সারফেইস প্রো-তেও ইনটেল কোর এম৩ প্রসেসরের সঙ্গে ৪জিবি র‍্যাম আর ১২৮জিবি স্টোরেজ রাখা হয়েছে।

কেন সস্তা মডেল আনা হলো তা নিয়ে কিছু বলেনি মাইক্রোসফট। তবে, সারফেইস থেকে আয় সর্বশেষ প্রান্তিকে আগের বছরের তুলনায় মাত্র এক শতাংশ বেড়েছে জানানোর কয়েকদিন পর এই সংস্করণ এলো।