নতুন প্রধান নির্বাহী পাচ্ছে সনি

শীর্ষ পদে বদল আনছে জাপানি ইলেকট্রনিক ও বিনোদন ব্যবসায় জায়ান্ট সনি। প্রতিষ্ঠানটির নতুন প্রধান নির্বাহী হবেন বর্তমানে প্রধান প্রযুক্তি কর্মকর্তা হিসেবে দায়িত্বে থাকা কেনিচিরো ইয়োশিদা।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Feb 2018, 03:51 PM
Updated : 2 Feb 2018, 03:51 PM

চলতি বছর ১ এপ্রিল থেকে এই বদল কার্যকর হবে বলে উল্লেখ করা হয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি’র প্রতিবেদনে।

২০১২ সালে দায়িত্ব নেওয়া বর্তমান প্রধান নির্বাহী কাজুয়ো হিরাই প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হিসেবে নতুন পদ পাবেন।

হিরাই-এর ছয় বছর দায়িত্বকালে সনি পিসি বা টিভি-এর ব্যবসায় খাতগুলো থেকে সরে এসেছে। এ সময়ে নিজেদের ইমেজ সেন্সর ব্যবসায়ের মাধ্যমে স্মার্টফোন খাত থেকে ভালো আয় করেছে প্রতিষ্ঠানটি।

প্রতিষ্ঠানটির বিভিন্ন পরিবর্তনের জন্য ইয়োশিদাকে কৃতিত্ব দেন সনি’র বিনিয়োগকারীরা।

শুক্রবার সর্বশেষ প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে সনি। এই প্রান্তিকে সুদ আর কর পরিশোধের আগে প্রতিষ্ঠানটির লাভ আগের বছরের একই প্রান্তিকের চেয়ে প্রায় চারগুণ হয়েছে। ইমেজ সেন্সরের চাহিদা বাড়তে থাকায় প্রতিষ্ঠানটি এই লাভ পেয়েছে বলে রয়টার্স-এর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

২০১৭ সালের অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে প্রতিষ্ঠানটির এই লাভের অংক হচ্ছে ৩৫০৮০ কোটি ইয়েন বা ৩২০ কোটি ডলার। আগের বছর এই প্রান্তিকে এই অংকটা ছিল ৯২৪ কোটি ইয়েন।

চলতি বছর মার্চে শেষ হতে যাওয়া অর্থবছরে লাভের পূর্বাভাস ৬৩০০০ কোটি ইয়েন থেকে বাড়িয়ে ৭২০০০ কোটি ইয়েন করা হয়েছে। প্রতিষ্ঠানটির ৭২ বছরের ইতিহাসে এটি সর্বোচ্চ বলে জানিয়েছে রয়টার্স।