শত কোটির পথে চীনের অনলাইন জনসংখ্যা

২০১৭ সালে ৭৭ কোটি ২০ লাখ অনলাইন জনসংখ্যার হিসাব দেওয়া হয়েছে চীনের ইন্টারনেট ডেভেলপমেন্ট-এর প্রতিবেদনে, যা ২০১৬ সালের চেয়ে ৫.৬ শতাংশ বেশি।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 Jan 2018, 04:33 PM
Updated : 31 Jan 2018, 04:33 PM

চীনে আগের বছরের চেয়ে চার কোটির বেশি গ্রাহক অনলাইনে এসেছেন বলে প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম আইএএনএস।

চায়না ইন্টারনেট নেটওয়ার্ক ইনফরমেশন সেন্টার জানায়, আগের বছর দেশটিতে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা হয়েছে ৫৫.৮ শতাংশ, যা বৈশ্বিক গড়ের চেয়ে ৪.১ শতাংশ বেশি।

২০১৭ সালে দেশটির পল্লী অঞ্চলের ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বলা হয়েছে ২০ কোটি ৯০ লাখ, ২০১৬ সালের চেয়ে ৭৯ লাখ ৩০ হাজার বেশি।

প্রতিবেদনে আরও বলা হয়, দেশটির ৭৫ কোটি ৩০ লাখ মানুষ মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহার করেন, যা মোট ইন্টারনেট ব্যবহারকারীর ৯৭.৫ শতাংশ।

চীনের এই বিস্তৃত অনলাইন গ্রাহকের কাছে নিজেদের সেবা পৌঁছে দেওয়ার প্রয়াশ রয়েছে শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর। কিন্তু দেশটির নীতিমালায় গুগল, ফেইসবুক, অ্যাপলের মতো প্রতিষ্ঠানের সেবাও বন্ধ করে রাখা হয়েছে। তবে দেশটিতে ব্যবসা ফেরাতে প্রতিনিয়তই চেষ্টা করে যাচ্ছে এই প্রতিষ্ঠানগুলো।