সাত লাখ আক্রান্ত অ্যাপ ছিল গুগল প্লে স্টোরে

২০১৭ সালে প্লে স্টোর থেকে সাত লাখ আক্রান্ত অ্যাপ সরিয়েছে গুগল, যা ২০১৬ সালের তুলনায় ৭০ শতাংশ বেশি।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 Jan 2018, 10:07 AM
Updated : 31 Jan 2018, 10:07 AM

গুগলের নীতিমালা ভেঙ্গে প্লে স্টোরে ভাইরাস আক্রান্ত এই অ্যাপগুলো রাখা হয়েছিল বলে প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম আইএএনএস।

বুধবার গুগল প্লে-এর পণ্য ব্যবস্থাপক অ্যান্ড্রু অ্যান এক ব্লগ পোস্টে বলেন, “আমরা শুধু অ্যাপগুলো সরাইনি, আগে আমরা তাদের শণাক্ত ও তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে পেরেছি।”

অ্যান আরও বলেন, হয়রানিমূলক কনটেন্ট রয়েছে এমন ৯৯ শতাংশ অ্যাপ শণাক্ত করা হয়েছে এবং কোনো গ্রাহক এগুলো ইনস্টল করার আগেই তা সরিয়ে ফেলা হয়েছে।

শুধু অ্যাপ নয় ২০১৭ সালে এক লাখ খারাপ ডেভেলপারকেও সরিয়েছে গুগল।

“হয়রানি শণাক্তকরণে আমাদের ক্ষমতা লক্ষণীয় মাত্রায় বাড়ায় এটি সম্ভব হয়েছে, নতুন মেশিন লার্নিং কাঠামো এবং কৌশলের কারণে রূপায়ন, অনুপযুক্ত কনটেন্ট বা ম্যালওয়্যার শণাক্ত করা সম্ভব হয়েছে।”

প্লে স্টোরে ‘কপিক্যাট’ অনেক অ্যাপ ছিল বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। জনপ্রিয় অ্যাপগুলো কিছুটা পরিবর্তন বা রূপায়ন করে যে অ্যাপ বানানো হয় সেগুলোকেই কপিক্যাট অ্যাপ বলা হচ্ছে।

গুগলের পক্ষ থেকে বলা হয়, “২০১৭ সালে আড়াই লাখের বেশি রূপান্তরিত বা কপিক্যাট অ্যাপ সরানো হয়েছে।”

পর্নোগ্রাফি, চরম সহিংসতা, ঘৃণা বা অবৈধ কার্যক্রম শণাক্ত করতেও গুগলের মেশিন লার্নিং কাঠামোতে দারুণ পরিবর্তন আনা হয়েছে বলে জানানো হয়।