নতুন ম্যাক-এ আসছে অ্যাপল প্রসেসর

চলতি বছরের মধ্যে নতুন অন্তত তিনটি ম্যাক আনতে যাচ্ছে অ্যাপল। এই ম্যাকগুলোতে অ্যাপলের নিজস্ব প্রসেসর যোগ করা হবে বলে প্রতিবেদনে জানিয়েছে ব্লুমবার্গ।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Jan 2018, 01:29 PM
Updated : 30 Jan 2018, 01:29 PM

ঠিক কী কাজে এই প্রসেসরগুলো ব্যবহার করা হবে তা নিশ্চিতভাবে জানা যায়নি। আপডেটেড ম্যাকবুক ও নতুন একটি আইম্যাক-এ এই প্রসেসরগুলো যোগ করা হবে বলে প্রতিবেদনে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ।

আইফোন, আইপ্যাড ও পরিধেয় ডিভাইসগুলোর জন্য আগে থেকেই কাস্টম চিপ তৈরি করে আসছে অ্যাপল। ২০১৭ সালে টাচ বার-সহ ম্যাকবুকেও নিজস্ব কাস্টম চিপ ব্যবহার করেছে মার্কিন প্রযুক্তি জায়ান্ট প্রতিষ্ঠানটি। টাচ বার ও টাচ আইডি চালাতে এই চিপ ব্যবহার করা হয়েছে বলে জানানো হয়।

২০১৭ সালের ডিসেম্বরে আইম্যাক-এ নিজস্ব চিপ যোগ করেছে অ্যাপল। অডিও, ক্যামেরা প্রসেসিং এবং এনক্রিপশনের কারণে এই প্রসেসর ব্যবহৃত হয়।

ধারণা করা হচ্ছে শীঘ্রই ম্যাক কম্পিউটারের মূল প্রসেসর হিসেবেও নিজস্ব চিপ যোগ করবে অ্যাপল।

ভার্জ-এর প্রতিবেদনে বলা হয়, ইতোমধ্যেই আইফোন ও আইপ্যাড দিয়ে প্রতিষ্ঠানটি প্রমাণ করেছে যে তারা এমন প্রসেসর বানাতে পারে যা প্রতিদ্বন্দ্বীদের তুলনায় অনেক বেশি কার্যকরী।