মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে গেলো বায়োস্কোপ

২৬ ফেব্রুয়ারি স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠিতব্য মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০১৮-তে সেরা মোবাইল ভিডিও কনটেন্ট প্লাটফর্ম ক্যাটাগরিতে পুরষ্কারের জন্য মনোনিত হয়েছে গ্রামীণফোনের ভিডিও ষ্ট্রিমিং সেবা বায়োস্কোপ লাইভ টিভি বেটা।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Jan 2018, 04:59 PM
Updated : 28 Jan 2018, 04:59 PM

গ্রামীণফোনের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, লাইভ টিভি চ্যানেল দেখার মাধ্যমে ব্যবহারকারীদের লাইভ টিভি ফিচারের বিনোদন উপভোগ করার সুযোগ করে দিয়েছে বায়োস্কোপ। এর মাধ্যমে টিভি চ্যানেলে কোনো অনুষ্ঠান দেখতে না পারলে ব্যবহারকারী পরে তা পুনরায় দেখার সুযোগ পান।

এছাড়া এক বছরে দেশের পরিচালকদের তৈরি করা জনপ্রিয় কন্টেন্টগুলো উপস্থাপনের মাধ্যমে বায়োস্কোপ মোবাইল ভিডিও কনটেন্ট প্লাটফর্মের তালিকায় স্থান করে নিয়েছে। 

বায়োস্কোপ লাইভের ওয়েব প্লাটফর্ম ২০১৬ সালে চালু করা হয় এবং ২০১৭ সালে এর অ্যান্ড্রয়েড মোবাইল প্লাটফর্ম উন্মোচন করা হয়। শুরু থেকেই অসংখ্য ব্যবহারকারীদের সেবা দিয়ে আসছে এটি এবং এই ধারাবাহিকতায় অল্প সময়ের মধ্যেই গুগল প্লে স্টোরের শীর্ষস্থানীয় ভিডিও ষ্ট্রিমিং প্লাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে এটি।