বিশ্বজুড়ে ফেইসবুকে বিভ্রাট

বৃহস্পতিবার বিশ্বজুড়ে বিভ্রাটের পর ফিরেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Jan 2018, 10:31 AM
Updated : 26 Jan 2018, 10:31 AM

সামাজিক মাধ্যম ও বিভিন্ন ওয়েবসাইট বিভ্রাটের তথ্য প্রকাশকারী সাইট ডাউন ডিটেকটর-এর পক্ষ থেকে বলা হয়, এদিন ফেইসবুকের বেশ কিছু সেবা কিছু সময়ের জন্য বন্ধ ছিল। যদিও তা পরে স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে।

এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম আইএএনএস জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রে এর প্রভাব সবচেয়ে গুরুতর ছিল। আর মেক্সিকো এবং দক্ষিণ আমেরিকার কিছু অংশে কয়েক ঘণ্টার জন্য ফেইসবুকে লগইন করা যায়নি।

এ ছাড়া ইউরোপের কিছু অংশেও বিভ্রাট দেখা গেছে। যুক্তরাজ্য এবং জার্মানিতেও কিছু সময়ের জন্য ফেইসবুক বন্ধ ছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ডেস্কটপ এবং অ্যাপ- উভয় মাধ্যমের ব্যবহারকারীই এই বিভ্রাটের শিকার হয়েছেন বলে জানানো হয়।

মাইক্রোব্লগিং সাইট টুইটারে এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অনেক ব্যবহারকারী। সমস্যাটি বৈশ্বিক কিনা তাও জানতে চাওয়া হয় টুইটারে।

এক টুইটার গ্রাহক বলেন, “যখন ফেইসবুক বন্ধ হয়, আমি টুইটারে দেখতে চেয়েছি এটি আসলে সমস্যা কিনা। হ্যাঁ, #ফেইসবুকডাউন-এর শিকার আমি একা নই।”

বিভ্রাটের সময় ১৮০০-এর বেশি গ্রাহক অভিযোগ করেছেন যে ফেইসবুক কাজ করছে না। এর মধ্যে ৪৩ শতাংশ ‘পুরোপুরি ব্ল্যাকআউট’-এর ইঙ্গিত দিয়েছেন।