দুর্ঘটনায় টেসলার স্বচালিত গাড়ি

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অটোপাইলট চালু অবস্থায় থাকা একটি টেসলা সেডান গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছে।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Jan 2018, 01:45 PM
Updated : 25 Jan 2018, 01:45 PM

সোমবার টেসলা মডেল এস সেডান গাড়িটি একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয় বলে আইএএনএস-এর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এ নিয়ে তদন্তের জন্য তদন্তকারীদের পাঠানো হচ্ছে বলে বুধবার যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হাইওয়ে সেইফটি অ্যাডমিনিস্ট্রেশন (এনএইচটিএসএ)-এর পক্ষ থেকে জানানো হয়।

ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেইফটি বোর্ড (এনটিএসবি) একটি স্বাধীন সরকারি সংস্থা। যুক্তরাষ্ট্রের পরিবহন দুর্ঘটনার তদন্তের দায়িত্ব এই সংস্থার হাতে। মঙ্গলবার সংস্থাটির পক্ষ থেকে বলা হয়, তারা ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শনের জন্য দুই তদন্তকারীকে পাঠিয়েছেন।

টেসলা অটোপাইলট ফিচার নিয়ে এই নিরাপত্তা সংস্থার তদন্তের দ্বিতীয় ঘটনা এটি।

টেসলাসহ বড় বড় অটোমোবাইল প্রতিষ্ঠানগুলো দ্রুত স্বচালিত যান আনার অনুমোদন পেতে সরকারি বিধিমালা তৈরির দাবি জানাচ্ছে।

এক বিবৃতিতে টেসলা’র পক্ষ থেকে বলা হয়, অটোপাইলট শুধুই ‘একজন পুরো মনযোগী চালকের সঙ্গে ব্যবহারের উদ্দেশ্যে দেওয়া হয়।” বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি অটোপাইলট চালু অবস্থায় গাড়ি চালানোর সময় চালককে সবসময় স্টিয়ারিংয়ে হাত রাখার পরামর্শ দেয়।