ভারত ও জাপান সফরে যাচ্ছেন উবার প্রধান

ফেব্রুয়ারিতে এশিয়ায় প্রথমবারের মতো সফরে আসছেন অ্যাপভিত্তিক পরিবহন সেবাদাতা প্রতিষ্ঠান উবার-এর প্রধান নির্বাহী দারা খাসরোশাহি।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Jan 2018, 11:26 AM
Updated : 25 Jan 2018, 11:26 AM

মর্যাদার প্রশ্নে এই অঞ্চলে প্রতিষ্ঠানটিকে বিতর্কিত অবস্থা থেকে উন্নয়নের লক্ষ্যেই তিনি এই সফরে আসছেন বলে উল্লেখ করা হয়েছে রয়টার্স-এর প্রতিবেদনে।

১৯ ফেব্রুয়ারি শুরু করা এই সফরে খাসরোশাহি জাপান আর ভারতে সফর করবেন। এই সফরে তিনি উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা, নীতিনির্ধারক, ব্যবসায়ীক অংশীদার আর কর্মীদের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে জানিয়েছেন উবারের এক মুখপাত্র।

ওই মুখপাত্র বলেন, “এশিয়া উবারের জন্য একটি গুরুত্বপূর্ণ অঞ্চল, আর ২০১৮ ও এরপরে এটি আমাদের বিনিয়োগের লক্ষ্য।” খাসরোশাহি এই সফরে এসে “উবারের যাত্রী, চালক আর শহরগুলোতে আরও উন্নত সেবা দেওয়ার উপায়” নিয়ে আলোচনার পরিকল্পনা করেছেন। 

উবারের এশিয়া প্রধান ব্রুকস এন্টউইস্টল-এর চেষ্টায় খাসরোশাহীর সফর সমর্থন যোগাবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

২০১৭ সালে একাধিক কেলেঙ্কারির মুখে উবারের সহ-প্রতিষ্ঠাতা ও তৎকালীন প্রধান নির্বাহী ট্রাভিস কালানিককে পদত্যাগ করতে হয়। এই সফর এ নিয়ে নীতিনির্ধারকদের কাছে উবারের হারানো মর্যাদা ফিরিয়ে আনতেও ভূমিকা রাখবে।