ইনস্টাগ্রাম স্টোরিজ-এ দেওয়া যাবে জিফ

‘স্টোরিজ’-এ জিফ সার্চ করে যোগ করতে ব্যবহারকারীদের সহায়তা করবে এমন নতুন এক ফিচার এনেছে ছবি শেয়ারিং সাইট ইনস্টাগ্রাম।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Jan 2018, 03:40 PM
Updated : 24 Jan 2018, 03:40 PM

মঙ্গলবার এক ব্লগ পোস্টে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়, “আপনি যখন স্টোরিজ-এ কোনো ছবি বা ভিডিওতে একটি স্টিকার যোগ করতে অপশন চাপ দেবেন, আপনি দেখবেন সেখানে নতুন একটি জিফ অপশন দেখা যাচ্ছে। এটি চাপলে একটি লাইব্রেরি খুলবে, যা জিফি’র দেওয়া হাজার হাজার চলমান স্টিকারে পূর্ণ।”

ব্যবহারকারীরা জিফি প্লাটফর্মে বর্তমান সময়ের আলোচিত বিষয়গুলো নিয়েও সার্চ করতে পারবেন বলে আইএএনএস-এর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়,  “লাফানো অক্ষর আর ঘুরতে থাকা ‘হার্ট’ থেকে শুরু করে মহাকাশে নাচতে থাকা বিড়াল ও পিৎজা, এমন সব অ্যানিমেটেড স্টিকার আপনাকে যে কোনো ছবি বা ভিডিওকে আরও মজার, আকর্ষণীয় বা সৃজনশীল করতে সহায়তা করবে।” 

স্টোরিতে ব্যবহারকারীদের যে কোনো আকারের ছবি বা ভিডিও আপলোডের সুযোগ দেবে এমন একটি ফিচারও চালু করছে ফেইসবুক অধীনস্থ প্লাটফর্মটি।

আইওএস আর অ্যান্ড্রয়েড ডিভাইসগুলোতে ইনস্টাগ্রাম সংস্করণ ২৯-এ এই জিফ স্টিকারের ফিচার পাওয়া যাবে।