‘তামাকের মতোই ফেইসবুক নিয়ন্ত্রণ করা উচিৎ’

প্রযুক্তি খাত নিয়ন্ত্রণের পক্ষে মন্তব্য করেছেন ক্লাউড কম্পিউটিং সেবাদাতা প্রতিষ্ঠান সেলসফোর্স প্রধান নির্বাহী মার্ক বেনিওফ।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Jan 2018, 03:38 PM
Updated : 24 Jan 2018, 03:38 PM

মঙ্গলবার সুইজারল্যান্ডে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি-কে তিনি বলেন, সিলিকন ভ্যালিকে নিয়ন্ত্রণ শুরু করা এখন ওয়াশিংটন-এর সময়ের ব্যাপার।

মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপ আর ভোক্তা প্রযুক্তির আসক্তি নিয়ে আলোচনায় বেনিওফ বলেন, “তামাক খাতকে যেভাবে নিয়ন্ত্রণ করা হয় সেভাবেই ফেইসবুককে নিয়ন্ত্রণ করা উচিৎ”। প্রতিষ্ঠানগুলোর আর্থিক লাভের আগে ভোক্তাদের নিরাপত্তা নিশ্চিত করা উচিৎ বলেও মন্তব্য করেছেন তিনি।

সরকারি নিয়ন্ত্রণ ‘এড়ানো’ প্রযুক্তি খাতে থেকেও বেনিওফ-এর এমন মন্তব্যকে তীক্ষ্ণ সমালোচনা হিসেবে সংবাদমাধ্যমটির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এর আগে অ্যাপল প্রধান টিম কুকও একই ধাচে মত দিয়েছিলেন। নিজের ভাতিজাকে সামাজিক মাধ্যম ব্যবহার করতে দেবেন না বলে মন্তব্য করেন তিনি। তার আগে এমন মন্তব্য করেছিলেন বিশ্বের সবচেয়ে বড় সামাজিক মাধ্যম ফেইসবুক-এর সাবেক প্রেসিডেন্ট শন পার্কার। তিনি বলেন, “এটি আমাদের শিশুদের মস্তিষ্কের কী করছে তা শুধু ঈশ্বরই জানেন।”